December 27, 2024, 5:28 am

সংবাদ শিরোনাম
মধুপুরে অবৈধভাবে মাটি কাঁটার অপরাধে ৬জনের জেল জরিমানা প্রবাসীকে হয়রানির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে প্রবাসীকে হয়রানির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে বেনাপোল স্থলবন্দর হ্যাল্ডিং শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনে নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ঝিকরগাছা উপজেলায় যুব অধিকার পরিষদের কমিটি ঘোষণা শার্শার উলশী ইউনিয়ন ভিত্তিক ৬ষ্ঠ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত ১১ বছর পর দেশে ফিরলেন যুক্তরাজ্য বিএনপির আইন সম্পাদক লিয়াকত সাজাভোগের শেষে ভারত থেকে দেশে ফিরলো ২৬ বাংলাদেশি পুরুষ -নারী বেনাপোল থেকে শুভ উদ্বোধন হলো রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের নবজাতককে পাওয়া গেল রাস্তার পাশে

হাকিমপুরে শিক্ষার্থী হত্যা মামলায় ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আটক

হিলি প্রতিনিধি

দিনাজপুরের হাকিমপুর হিলিতে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ও সহিংসতার ঘটনায় থানায় রুজুকৃত দুই জন শিক্ষার্থী হত্যা মামলার এজাহার ভূক্ত আসামি ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আবু সুফিয়ান কে গ্রেফতার করেছে হাকিমপুর থানা পুলিশ।

রবিবার (৮ ডিসেম্বর) রাত এগারোটার দিকে নিজ গ্রামে ধর্মীয় মাহফিলের পাশে পাকা রাস্তায় দাড়িয়ে খোশগল্প করতে ছিলো এসময় তাকে আটক করে হাকিমপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃত আবু সুফিয়ান হাকিমপুর হিলি উপজেলার আলিহাট ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামের রইচ উদ্দিনের ছেলে। আবু সুফিয়ান আলিহাট ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলে জানান পুলিশ। গত ৫ আগষ্টের পর থেকে আবু সুফিয়ান চেয়ারম্যান পলাতক ছিলেন এবং থানায় রুজুকৃত শিক্ষার্থী হত্যা মামলার এজাহার ভূক্ত আসামি বলে জানান পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সুজন মিঞা।
তিনি জানান,গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ও সহিংসতার ঘটনায় দুই জন শিক্ষার্থী হত্যা মামলার আসামীদের আটক অভিযান অব্যাহত রয়েছে। হাকিমপুর থানা মামলা ০৭। গ্রেফতারকৃত আসামি শিক্ষার্থী হত্যা মামলার এজাহার ভূক্ত আসামি।

তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনা, ও (হাকিমপুর, ঘোড়াঘাট) থানার সার্কেল এএসপি মহোদয়ের পরামর্শে আমি ওসি মোঃ সুজন মিঞা এবং পুলিশ পরিদর্শক ওসি তদন্ত এস এম জাহাঙ্গীর আলম এর উপস্থিতিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোস্তাফিজুর রহমান, এসআই হামিদুল, এসআই সুজা মিয়া ও সঙ্গীয় ফোর্স সহ পুলিশের একটি চৌকস দল রবিবার দিবাগত রাত এগারোটার দিকে আলিহাট ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে ধর্মীয় মাহফিলের পাশে পাকা রাস্তায় খোশগল্প করতে ছিলো এসময় ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান কে আটক করে থানায় নিয়ে আসা হয়। থানায় রুজুকৃত দুই জন শিক্ষার্থী হত্যা মামলার এজাহার ভূক্ত পলাতক আসামী গ্রেফতার দেখিয়ে আজ দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়েছে। দীর্ঘ দিন থেকে সে পলাতক ছিলো বলে জানান ওসি সুজন মিঞা।

শিক্ষার্থী হত্যা মামলার অন্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
উল্লেখঃ ৫ আগষ্ট এর পরে থেকে নিয়মিত ভাবে ইউনিয়ন পরিষদে অনুপস্থিত থাকার কারণে চলতি বছরের গত ১৯ নভেম্বর লিখিত ভাবে প্যানল চেয়ারম্যানের দ্বায়িত্ব অত্র ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আল-ইমরান।

Share Button

     এ জাতীয় আরো খবর