ডিটেকটিভ ডেক্সঃ
এফবিপিও প্রতিষ্ঠান এর উদ্যোগে এবং জাতীয় নাগরিক মঞ্চ, বাংলাদেশের নির্বাচন ও নিবন্ধন আইন সংস্কার আন্দোলন এর সার্বিক সহযোগীতায় ৩০ নভেম্বর শনিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সম্মুখে মানববন্ধন প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রধঅন অতিথি ও আলোচক ছিলেন কেএমএইচ নজরুল ইসলাম (সাবেক সচিব; উপদেষ্টা, ইউএন)।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন , লে. কর্ণেল (অব.) খন্দকার ফরিদুল আকবর (আহবায়ক ও প্রধান কর্মী, জাতীয় নাগরিক মঞ্চ এবং এমডি, ইসলামিক টেলিভিশন বাংলাদেশ)। অনুষ্ঠান সভাপতিত্ব ও পরিচালনা করেন, গাজী মোস্তাফিজুর রহমান (প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও প্রধান সমন্বয়কারী, এফবিপিও এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ইউডিপি ও উপদেষ্টা, ইসলামিক টেলিভিশন বাংলাদেশ)। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রাদন করেন নুরুল আলম হাওলাদার, সমন্বয়কারী ও সাংগঠনিক সম্পাদক, এফবিপিও। বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন আবুল কাশেম হায়দার (আহবায়ক, মুক্ত চিন্তা বাংলাদেশ ও সাবেক সহ সভাপতি এফবিসিসিআই), আহসান উল্লাহ শামীম (চেয়ারম্যান, দেশপ্রেমিক নাগরিক পার্টি), এডভোকেট মজিবুর রহমান (চেয়ারম্যান, জাতীয় জনতা পার্টি), মুফতি মাওলানা আব্দুল মজিদ পঞ্চগড়ী (চেয়ারম্যান, বাংলাদেশ ইনসানিয়াত পার্টি), অধ্যক্ষ এম রেজাউল করিম (আহবায়ক, পলিটিক্যাল পার্লামেন্ট, বাংলাদেশ), আব্দুল কাইয়ুম সিদ্দিকী (চেয়ারম্যান, সিডেফ), এ্যাড. ব্যারিস্টার কাজী আহসান হাবীব (বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও সাবেক জিএস, ঢাকা কলেজ), মোঃ লিমন হোসেন (প্রভাষক, আইন বিভাগ, গণ বিশ্ববিদ্যালয়)। বিএনডিপি’র চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম, মোঃ গোলাম মোস্তফা ইযযায (সংগঠক ও সাংবাদিক), সাবেক ছাত্রনেতা মোঃ আল আমিন, মোঃ রবিউল হোসেন (সভাপতি, বরিশাল বিভাগ ছাত্র সমিতি), হেমায়েত উদ্দিন তালুকদার (সদস্য, এফবিপিও) মোঃ নোমান (সংগঠক), চায়না আক্তার চাঁদনী (সদস্য, এফবিপিও)
এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী সহ সম্মিলিত বাংলাদেশ নাগরিক সংস্থা (এফবিপিও) এর বিভিন্ন পর্যায়ের নেতা, কর্মী, উপদেষ্টা ও সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখিত বিষয়ে সবাই একমত পোষন করেন যে, সার্বভৌমত্ব-সরকারের নিরাপত্তা ও গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে বর্তমান সরকারকে শক্তিশালী না করলে দেশ একটি গভীর সংকটে পরতে পারে।
বিজ্ঞপ্তি