বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটি সভাপতি বলেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ ৫৬ হাজার বর্গমাইল নিয়ে আমাদের মাতৃভূমি গঠিত ।
এখানে বসবাস করেন মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান, চাকমা, মগ, মোরং, সাঁওতাল,গারো উপজাতি ভাইদের নিয়ে আমাদের ভৌগোলিক সীমারেখা।
যার যার কৃষ্টি কালচার বিভিন্ন ভাষার মানুষ বসবাস করে আসছে।
হাজারো বছর ধরে আমরা একসাথে বসবাস করছি।
ওদেরকে শাসন করেছিলেন আর্যরা বণিক চেঙ্গিস খানরা মোগল সম্রাট এর পরে ইংরাজদের শাসন১৯৫ বছর।এরপর ১৯৪৭ সালে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান নামে একটি রাষ্ট্রের জন্ম হয়। ১৯৭১ সালে ২৬ শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমানের কন্ঠে ইথারের মাধ্যমে ভেসে আসলো আমি মেজার জিয়া বলছি বাংলাদেশ স্বাধীন আমি মহান মুক্তিযুদ্ধের সূচনা ঘোষণা করছি। অগণিত শহীদ অজস্র মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়।:::::: সভাপতি বলেন :::::+আজকে দেখতে পাই যে, পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে ভারতের ইঙ্গিতে। এরা হলো আন্তর্জাতিক সন্ত্রাসী নিরীহ মানুষদেরকে হত্যা করছেন।তারা দাবী তুলছেন পাহাড়ি জনগণ স্বাধীন মাতৃভূমি চান।::::: সভাপতি বলেন :::::+বর্তমান সরকার নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডঃ মোহাম্মদ ইউনুস সাহেব কঠিন থেকে কঠিন হয়ে এই সন্ত্রাসীদেরকে নির্মূল করুন, জাতি আপনার পাশে আছে। পার্শ্ববর্তী ভারত রাষ্ট্রটি আমার দেশের ভিতরে অশান্তি সৃষ্টি করে রেখেছেন। ভারত এদের দিয়ে উস্কানি দেওয়া হচ্ছে।
ভারতের সেভেন সিস্টার এর জনগণ স্বাধীনতা জন্য পতাক উড়িয়ে দিয়েছেন তারা স্বাধীন হবেই দুই দিন আগে আর পরে । :::সভাপতি মনে বলেন :::+
পাহাড়ি অঞ্চলের বসবাসরত নাগরিকগণের কি দাবি সেই দাবিগুলি বর্তমান সরকারের কাছে লিখিতভাবে প্রকাশ করুন এবং এই সরকার উন্নয়নের জন্য সমাধান করবেন। :::সভাপতি তাই আশা করেন:::+
তিনি বলেন বিদ্রোহী না করে দেশ প্রেমিক হন দেশের মানুষ পাহাড়ি ভাইদেরকে ভালোবাসার সঙ্গে হৃদয়ের মাঝে চিরদিন বেঁছে নিবেন।
::::: সভাপতি আরো বলেন :::::+
যে,ভারতীয় সরকার মিয়ানমার সরকারের সাথে হাত লাগিয়ে রোহিঙ্গা গোষ্ঠীকে বাংলাদেশের মাটিতে প্রবেশ করাই আছেন।
আজ রোহিঙ্গা প্রায় ১৯ লাখের মতন এদেরকে তাদের দেশে পাঠাতে হবে।
তাই মাননীয় প্রধান উপদেষ্টা আপনি জাতিসংঘের মাধ্যমে এই বড় সমস্যাটি সমাধান করুন।
বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্যের সভাপতি তাই মনে করেন।