বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির সভাপতি বলেন বুকের তাজা রক্ত ঢেলে পিস ঢালা কালো রাজপথ কে রক্তে রঞ্জিত করা হয়েছে, সবুজ অরণ্য বিশ্ববিদ্যালয় চত্বরগুলি কে রক্তে লাল করা হয়েছে।
লাশের পরে লাশ জাতি দেখেছে দ্বিতীয়বার বিজয় স্বাধীনতা অর্জন করতে গিয়ে শহীদ হয়েছেন ।
তাকে সুরক্ষা করার জন্যই ডঃ মোহাম্মদ ইউনুছ সাহেবকে জাতি ক্ষমতা দিয়েছেন।
জাতি আশা করেন, বর্তমান সরকারকে দিয়ে সংস্কার করাই সম্ভব।
কারণ ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ১৫ বছর ৭ মাস শেখের পরিবারকে প্রতিষ্ঠিত করেছেন।
তা করতে গিয়ে দেশকে ধ্বংস করেছে।
২০১৮ সালে জাতির বিপক্ষে পার্শ্ববর্তী একটি রাষ্ট্রের সাথে চুক্তি করেছেন সেই চুক্তিকে বাতিল করতে হবে।== সভাপতি আশা করেন ===মাননীয় প্রধান উপদেষ্টা মাতৃভূমির উপর দিয়ে যে সমস্ত নদী প্রবাহিত হয়েছে ৫৪টি নদীর পানি ভারত শেষ দিয়ে খরা মৌসুমে পানি তুলে নিয়ে যায় তা বাতিল করতে হবে।
ট্রানজিট tranship টিপকা চুক্তি করিডোর চুক্তি বাতিল করতে হবে।
মাননীয় প্রধান উপদেষ্টা আপনি এইচএসসি এসএসসি পরীক্ষা দিয়ে ছাত্র-ছাত্রীদেরকে বাধ্যতামূলক তিন মাস আর্মি দিয়ে ট্রেনিং করাতে হবে।
::: সভাপতি তাই আশা করেন ::মাননীয় প্রধান উপদেষ্টা আপনার ভিতরে জাতীয়তাবাদের অগ্নিশিখা রক্তে কোনায় কোনায় প্রবাহিত হচ্ছে।
আপনি পারবেন দেশের মানুষের মুখে অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা দিয়ে উন্নত বিশ্বের মতন গড়ে তুলতে। তাই আপনি শক্ত হাতে দেশটাকে গঠন করুন। প্রতিবছর আমার দেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার শিক্ষার জন্য বিদেশে পাচার হয়ে যাচ্ছে তাই আপনি এমন একটি বিশ্ববিদ্যালয় গঠন করুন বহির্বিশ্বের ছাত্ররা মেডিকেল প্রকৌশলীরা এখানে জ্ঞান অর্জন করার জন্য আসবেন তাতে বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করতে পারি।
এই অর্থ দিয়ে আমার দেশে উন্নয়নের কাজে ব্যবহার করা হবে আমরা লাভবান হব।::: সভাপতি তাই আশা করেন :::+