September 28, 2024, 9:09 pm

সংবাদ শিরোনাম
পীরগঞ্জের নকল ডলার সহ গ্রেফতার সেনা কর্মকর্তা তানজিম হত্যা: আরও দুই আসামি গ্রেপ্তার নাটোরে জনসচেতনতা তৈরীর মাধ্যমে জলাতঙ্ক প্রতিরোধের আহ্বান কোস্ট গার্ড এর অভিযানে বিদেশি জি-৩ রাইফেল, ম্যাগাজিন ও গোলাবারুদসহ যুবক আটক দিনাজপুরে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৮৪ জনের নামে হত্যাচেষ্টা মামলা মজলুম সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী’র রুহের মাগফিরাতে দোয়া অনুষ্ঠান বৈষম্যের পদভারে পিষ্ঠ নাটোরের প্রাণ এ্যাগ্রো এবং পাঁচ দিনের জন্য বন্ধ ঘোষনা সাবেক পৌর মেয়র মোঃ আলমগীর শেখ তিতু’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ দিনাজপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ৪ সিএনজি সহ চার ছিনতাইকারী জনতার হাতে আটক, পালিয়ে যাওয়ার সময়

রংপুরে গোয়েন্দা সুত্রের তথ্যের ভিত্তিতে লালবাগ গরুহাটিতে ভোক্তা অধিদপ্তরের অভিজান

মহানগর প্রতিনিধি :
আমিরুল ইসলাম রাজু:

১৩ই মে ভোক্তা এবং প্রাণিসম্পদ অধিদপ্তরে যৌথ অভিজানে রংপুরের লালবাগ হাটে এক অভিজান পরিচালনা করেন সেখানে গিয়ে দেখা যায় একটি দোকানে কয়েক হাজার অসুস্থ মুরগি বিক্রি করা হচ্ছে। এরইমধ্যে কয়েকশ অসুস্থ মুরগির মৃত্যুর পর জবাই করা হয়েছে এবং তা আশেপাশে রেস্তোরায় নিয়ে যাওয়া হচ্ছিল। ভোক্তা অধিকার দ্রুত সমস্ত মুরগি জব্দ করে বিক্রয় বন্ধ করে দেয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের চিকিৎসক তাৎক্ষণিকভাবে পোস্টমর্টেম করে জানায় যে সমস্ত মুরগি রানীক্ষেত রোগে আক্রান্ত যাদের Intestine এ আলসারের মতো রক্ত জমা হয়ে গিয়েছে। এই রোগটি মানুষের শরীরে সংক্রমণ ঘটায় বিধায় রানীক্ষেতে আক্রান্ত হওয়ায় প্রাণিসম্পদ অধিদপ্তর অভিযানে ২০ হাজার টাকা জরিমানা করেন ও মুরগি না খাওয়ার জন্য পরামর্শ দেন এবং সকল মুরগী বাজার কমিটির জিম্মায় দেওয়া হয়। এ ধরণের সকল অভিযান অব্যাহত থাকবে বলে ভোক্তা অধিকার জানান ও সবার সহযোগিতা কামনা করেন।

Share Button

     এ জাতীয় আরো খবর