December 21, 2024, 8:42 pm

সংবাদ শিরোনাম
পার্বতীপুরে ঘোড় দৌড় প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত বাংলাভিশন ডিজিটালের নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে নাবিলের অপপ্রচারের প্রতিবাদ হিলিতে বিজিবি দিবসে বিএসএফকে মিষ্টি উপহার বিজিবির কুড়িগ্রামের ফুলবাড়িতে আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার পটুয়াখালীতে বাড়ির সীমানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-৬ গভীর রাতে আশ্রায়ন প্রকল্পের শীতার্তদের পাশে হাকিমপুরের ইউএনও অমিত রায় যশোরে জামিয়া ইসলামীয়া মাদ্রাসার অনুষ্ঠানের ভিডিও নিয়ে তোলপাড় পটুয়াখালীতে রাখাইনদের ধান লুটের ঘটনা মিথ্যে দাবী করে যুবদল নেতার মানববন্ধন ভারত সীমান্তের ইছামতী নদীর তীর থেকে ৩ বাংলাদেশী যুবকের লাশ উদ্ধার সেন্টমার্টিন দ্বীপে শতাধিক ইট-পাথরের স্থাপনা : ২০৪৫ সালের মধ্যেই সাগরে তলিয়ে যাবার আশংকা

রংপুরে  দুর্গাপূজা উপলক্ষে  সিটি কর্পোরেশনের উদ্যোগে আর্থিক অনুদানের চেক বিতরণ

রংপুরে  দুর্গাপূজা উপলক্ষে  সিটি কর্পোরেশনের উদ্যোগে আর্থিক অনুদানের চেক বিতরণ

রংপুর ব্যুরো

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রংপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর মহানগর শাখার সহযোগিতায় নগরীর ১৫৭টি পুজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের মাঝে ১৭ই অক্টোবর  আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।
মঙ্গলবার রংপুর সিটি কর্পোরেশনের সভাকক্ষে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।
এ সময় প্রতিটি পূজা মন্ডপে ১৪ হাজার টাকা করে সর্বমোট ১৫৭টি পূজা মন্ডপে প্রায় ২২লাখ টাকা আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।
আর্থিক অনুদানের চেক বিতরনকালে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা জয়শ্রী রানী রায়, প্রধান হিসাব রক্ষক কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর মহানগর শাখার সভাপতি ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর শ্রী হারাধন রায় হারা, সাধারণ সম্পাদক এ্যাড. প্রশান্ত কুমার রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার সভাপতি খোকন সরকার সাধারণ সম্পাদক পীযুষ চন্দ্র সরকার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানা কমিটির সভাপতি রবি সোমানী সাথারণ সম্পাদক স্বপন কুমার দাস বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর মেট্রোপলিটন তাজহাট থানা কমিটির সভাপতি ডাঃ পলাশ চন্দ্র সেন ও সাধারণ সম্পাদক সুমন রায়।  বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর মেট্রোপলিটন পশুরাম থানা কমিটির সভাপতি কার্ত্তিক চন্দ্র রায় ও  সাধারণ সম্পাদক ফুলবাবু রায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর মেট্রোপলিটন হাজিরহাট থানা কমিটির সভাপতি অরুন চন্দ্র, সাধারণ সম্পাদক বকুল চন্দ্র, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানা কমিটির সভাপতি যগ্গেশ্বর রায় ও সাধারণ সম্পাদক রঞ্জিত রায়সহ ১৫৭টি দূর্গাপূজা মন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দ।

Share Button

     এ জাতীয় আরো খবর