October 18, 2024, 10:03 am

সংবাদ শিরোনাম
ফুটওভার ব্রিজের উপর থেকে টার্গেট ছিনতাইকারীদের সাবেক ছাত্রলীগ নেতা ইমরানের রাজউকে শক্তিশালী সিন্ডিকেট তথ্য সংগ্রহকালে সাংবাদিককে হুমকি বারুদের গন্ধ বিশ্ববাসী সহ্য করতে পারছেন না (পর্ব ১৩) বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) ভুল পথে কেন (পর্ব- ১২) মাতৃভূমি সুরক্ষার জন্য আবারো রক্ত দিতে হবে কেন? পর্ব -১১ দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তিনজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ নবাবগঞ্জে বজ্রপাতে দুই বিয়াইয়ের মৃত্যু শাহবাগে ছাত্র জমিয়তের সীরাত সম্মেলন অনুষ্ঠিত সুন্নাহর মাঝেই রয়েছে বৈষম্যমুক্ত আদর্শ দেশ গড়ার চাবিকাঠি কুড়িগ্রামে হত্যায় মামলায় সাংবাদিকদের আসামী! কক্সবাজারে অভিযানে ৬ দূর্বৃত্ত অস্ত্র সহ আটক

গাইবান্ধায় জোড়পূর্বক জমি দখলের ঘটনায় অগ্নিসংযোগ মারপিটে আহত ৩জন।

জেলা প্রতিনিধিঃ গাইবান্ধা সদর উপজেলার কুপতলায় জোড়পূর্বক জমি দখল, ভাংচুর ও লুটপাট, অগ্নিসংযোগ, মারপীট এর ঘটনায় আহত ৩ জন জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন, সদর থানায় অভিযোগ দায়ের।
অভিযোগ সূত্রে জানা যায়, মধ্যপাড়া গ্রামের মৃত সিরাজুল হকের পুত্র মোঃ আতাউর রহমানগং
পৈত্তিক সূত্রে পাওয়া ৭৫ শতাংশ জমি ভোগদখল পূর্বক চাষাবাদ করেন। উক্ত জমি নিয়ে একই এলাকার মৃত আব্দুল হকের পুত্র সাজুগংদের সাথে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল।
এদিকে প্রতিপক্ষগণ দাবী করেন, ঐ ভোগদখলীয় জমি তাদের অংশে। এমন অভিযোগ এনে বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মোঃ আতাউর রহমানগংদের পক্ষে ডিগ্রী ও রায় দেন। ভোগদখলীয় জমিতে নির্মাণ করেন ঘর- বাড়ি, যার-খতিয়ান নং-৮৫৬/২, দাগ ১২৫৮৬,১২৫৮১,১২৫৮০।
গত ১৬ জানুয়ারি মোঃ আতাউর রহমান ও তার পুত্র বিপ্লব ভোগ দখলীকৃত জমিতে ইরি ও বোরো ধানের চারা রোপন করতে গেলে প্রতিপক্ষগণ বাধা সৃষ্টি করে। এক পর্যায়ে  ধারালো অস্ত্র দিয়ে পিতা ও পুত্রকে আঘাত করে। আত্মরক্ষার্থে তারা দৌড়ে নিজ বসবাড়িতে আশ্রয় নেয়। সেখানেও তারা হামলা চালিয়ে ঘর-বাড়ি ভাংচুর করে। তার স্ত্রীকে মারপীট করে স্বর্ণালঙ্কার,নগদ অর্থ এবং গোয়ালঘর থেকে গরু-বাছুর নিয়ে যাওয়ার সময় পলের পালায় আগুন জ্বালিয়ে দেয়। পরে এলাকাবাসীর চাপের মূখে ঘটনাস্থল ত্যাগ করে।
এব্যাপারে আতাউর রহমান বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান।
Share Button

     এ জাতীয় আরো খবর