January 18, 2025, 2:59 pm

সংবাদ শিরোনাম
সম্ভাবনার নতুন দ্বার #বাউ_মুরগি চিলাহাটিতে ভাগ্য ফিরেছে নারীদের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে আগুন :নিহত এক শিশু পরিকল্পিত দাবী রোহিঙ্গাদের তারুণ্যের উৎসব ঘিরে নীলফামারী পৌরসভার উদ্যোগে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শেকৃবি’র উদ্যানতত্ত্ব বিভাগ ও এমজিবি’র উদ্যোগে নগর কৃষির প্রসার সিলেট সিমান্তে ০২ জন ভারতীয় নাগরিক আটক হিলিতে সরিষা ফুলের মধু সংগ্রহে ব্যস্ত মৌয়ালরা বেনাপোলে পুলিশের অভিযানে ভারতীয় ফেনসিডিল সহ আটক-১ লামায় শ্যালকের পিটুনিতে দুলাভাইের মৃত্যু ইসলামপুরে ৮ দফা দাবিতে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জােটের মানববন্ধন সম্ভাবনার নতুন দ্বার ‘বাউ মুরগি’, চিলাহাটিতে ভাগ্য ফিরেছে নারীদের

কুড়িগ্রামে ভিডিও ধারণ করায় সাংবাদিককে মারধরের অভিযোগ

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় রাজীবপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ দৈনিক আমার সংবাদের প্রতিনিধি রফিকুল ইসলামের উপর হামলা অভিযোগ  রাজীবপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মিরণ মোহাম্মদ ইলিয়াস ও তার সহযোগী ইউপি সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় ওই সাংবাদিক ইউপি চেয়ারম্যানসহ জড়িতদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
ঘটনাটি ঘটেছে শনিবার (২৭ আগষ্ট) দুপুরে রাজীবপুর সদর ইউনিয়ন পরিষদ চত্বরে।
জানা গেছে, প্রধানমন্ত্রীর দেওয়া দশ টাকা কেজি চালের অনলাইন নিবন্ধন হালনাগাদ শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় রাজীবপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মিরণ মোহাম্মদ ইলিয়াস কার্ড ধারীদের কাছ থেকে জোরপূর্বক বাড়ীর ট্যাক্সের নামে ১৫০ টাকা করে দাবি করছেন। এসময় একাধিক ব্যক্তি ১৫০ টাকা দিয়ে অনলাইনে নিবন্ধনও করে। আবার যারা টাকা দিতে চাননি তাদেরকে অনলাইন করতে দেওয়া হবে না বলে জানিয়ে দেন চেয়ারম্যান ও তার সহযোগী ইউপি সদস্যরা।
এরই চিত্র তথ্য-উপাত্ত ভিডিও করতে যান সাংবাদিক রফিকুল ইসলাম। তার ভিডিও’র দৃশ্য দেখে রাজীবপুর সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য সাংবাদিকের ওপর চড়াও হন। এরপর ভিডিও করতে বাধা দেন রফিকুল ইসলাম তার সহযোগীরা। একপর্যায়ে তাকে অতর্কিত ভাবে কিল ঘুসি দিয়ে হাত থেকে ফোনটি ছিনিয়ে নেয়। ঘটনার পর ওই সাংবাদিককে গুরুতর আহত অবস্থায় রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হামলার শিকার সংবাদকর্মী রফিকুল ইসলাম বলেন, টাকা ছাড়া দশ টাকা কেজি চালের অনলাইন নিবন্ধন করা হচ্ছে না, খবর পেয়ে পরিষদে গিয়ে তথ্য সংগ্রহ করলে আমার ওপর চড়াও হয়ে অতর্কিত হামলা চালায়। আমি তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে থানায় অভিযোগ দায়ের করেছি।
এদিকে, সাংবাদিকের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাজীবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহিজল ইসলাম সজল।
এনিয়ে রাজীবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরন মোহাম্মদ ইলিয়াসের সাথে কথা বলতে চাইলে তিনি ব্যস্ততা দেখিয়ে ফোন কেটে দেয়।
অভিযোগের বিষয়ে রাজীবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোঃ মোজাহারুল ইসলাম বলেন, দু’পক্ষই অভিযোগ দায়ের করেছে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Share Button

     এ জাতীয় আরো খবর