খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি ২০৩ পদাতিক ব্রিগেড প্রতিষ্ঠার ৪১তম বছর পূর্তি উদযাপন করেছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে ক্যান্ট:পাবলিক স্কুল এন্ড কলেজের অডিটরিয়ামে জেলার সুশীল সমাজের নেতৃবৃন্দের সৌজন্যে প্রীতিভোজের আয়োজন করা হয়।
প্রীতিভোজের আগে ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন ২৯৮ নং আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। এসময় ২০৩ ব্রিগেডের কমান্ডার ব্রি: জেনারেল মীর মুশফিকুর রহমান, এপিবিএন ট্রেনিং সেন্টারের কমান্ডার (অতিরিক্ত ডিআইজি) অওরঙ্গজেব মাহবুব, জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলাম, পুলিশ সুপার আলী আহমদ খান ও মং সার্কেল চীফ সাচিং প্র“ চৌধুরীসহ সামরিক বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।