May 30, 2024, 4:29 am

সংবাদ শিরোনাম
রংপুর সিটির তিন মাথায় নির্মাণ শ্রমিকের মৃত্যু, ইউপি চেয়ারম্যান ও ভবন মালিকের যোগসাজসে গোপনে লাশ দাফন আদমদীঘির ধান শরিয়তপুরে উদ্ধার; গ্রেপ্তার-২ অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৬ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান এলাকা হতে গাঁজা ও বিদেশী পিস্তলসহ কুখ্যাত অস্ত্রধারী মাদক ব্যবসায়ী সাগর’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কায় চালকের মৃত্যু ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে উপকুলের সতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত কুড়িগ্রামে বেবী তরমুজের চাষে তিন মাসে আয় দেড় লাখ টাকা মাঝরাত্রে প্রবাসীর ঘরে ঢুকে স্ত্রীও মা কে ছুরি মেরে পালালো দুর্বৃত্তরা বগুড়ার শিবগঞ্জে জাতীয় অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন: এমদাদুল আহবায়ক রবি সদস্য সচিব গাইবান্ধা প্রেসক্লাব’র কমিটি গঠিত

বরিশালে এক মাসেও খোঁজ নেই চুরি হওয়া শিশুর

বরিশালে এক মাসেও খোঁজ নেই চুরি হওয়া শিশুর

ডিটেকটিভ নিউজ ডেস্ক

এক মাসেও চুরি হওয়া চার মাস বয়সী শিশু পুত্র দীপায়ন সরকারের সন্ধান পায়নি তার বাবা ও মা। চুরি হয়ে যাওয়ার পর একমাত্র সন্তানের শোকে তার মা দীপ্তি সরকার গতকাল মঙ্গলবার সকালে আর্তনাদ করে বলেন, ছেলেকে ছাড়া আমি বাঁচবো না, আপনারা আমার ছেলেকে অ্যাইনা দ্যান। সন্তানের জন্য কারখানা থেকে ছুটি পাই নাই, তাই চাকরি ছেড়ে দিয়েছি। এখন চাকরিও গেছে, আমার ছেলেকেও চুরি কইরা নিয়া গেছে। চুরি হওয়া শিশু দীপায়নের বাবা বরুণ সরকারের বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলার ছবিখাঁরপাড় গ্রামে। তারা গাজীপুরের মোগরখাল এলাকার আবদুর রহিম মোল্লার বাড়িতে ভাড়া থাকেন। পোশাক কারখানার কর্মী দীপ্তি সরকার ও ইলেকট্রিশিয়ান বরুণ সরকারের চার মাস বয়সী একমাত্র শিশুপুত্র দীপায়ন সরকার এক মাস পূর্বে গাজীপুরের মোগরখাল এলাকার ভাড়া বাসা থেকে চুরি হয়। বরুণ সরকার জানান, তিনি স্ত্রী ও একমাত্র শিশুপুত্রকে নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের মোগরখাল এলাকার আবদুর রহিম মোল্লার বাড়িতে ভাড়া থাকেন। তার স্ত্রী দীপ্তি সরকার স্থানীয় পিঅ্যান্ডজেড পোশাক কারখানার ফিনিশিং বিভাগের সহযোগী পদে চাকরি করতেন। দীপায়ন হঠাৎ অসুস্থ হওয়ায় কারখানা কর্তৃপক্ষের কাছে ছুটি চেয়েছিলেন দীপ্তি। কিন্তু কারখানা কর্তৃপক্ষ ছুটি না দেয়ায় সন্তানকে দেখভালের জন্য দীপ্তি চাকরি ছেড়ে দেয়। বরুণ আরও জানান, গত ৩১ ডিসেম্বর সকালে তার স্ত্রী দীপ্তি পাশের বাসার (আবুল কাশেমের বাড়ির ভাড়াটিয়া) আঁখি আক্তারের (২৪) কাছে দীপায়নকে রেখে পাশ্ববর্তী বাজারে যায়। কিছু সময় পর এসে দীপায়ন ও আঁখিকে দেখতে না পেয়ে তাদের খোঁজ করতে থাকে। কোথাও তাদের সন্ধান না পেয়ে ১ জানুয়ারী তিনি (বরুণ) জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। বরুণ সরকার জানান, তার একমাত্র শিশু পুত্রকে চুরির বিষয়ে র‌্যাব-১ ও গোয়েন্দা সংস্থার কাছেও অভিযোগ দায়ের করা হয়েছে। জয়দেবপুর থানার ওসি আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, বিষয়টি সিআইডি তদন্ত করছে।

Share Button

     এ জাতীয় আরো খবর