October 6, 2024, 12:30 pm

সংবাদ শিরোনাম
স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষে বগুড়ায় বিএনপির মতবিনিময় সভা! লক্ষ্মীপুরে কুমিরের আতঙ্কে এলাকাবাসী সাংবাদিক পুত্র আবির হোসেন অনন্ত’র জন্মদিন আজ বিল্লাল হুসাইন

সোনার দাম ভরিতে ১৪০০ টাকা বাড়লো

সোনার দাম ভরিতে ১৪০০ টাকা বাড়লো

ডিটেকটিভ নিউজ ডেস্ক

১৫ দিন কম থাকার পর ফের বাড়ানো হলো সোনার দাম। প্রতি ভরি সোনায় সর্বোচ্চ ১৪০০ টাকা পর্যন্ত বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বাজুস বলেছে, সোমবার (২৫ ডিসেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে।

এর আগে গত ২৫ নভেম্বর ভরিপ্রতি ৫৮৩ টাকা থেকে এক হাজার ৪শ’ টাকা পর্যন্ত বাড়ানো হয় অলংকার তৈরিতে সবচেয়ে বেশি ব্যবহৃত এ ধাতুর দাম। এরপর কমানো হয়েছিলো চলতি মাসের ১২ ডিসেম্বর।

নতুন দাম অনুযায়ী, ভরি প্রতি সোনার সর্বনিম্ন ৮৭৫ টাকা থেকে সর্বোচ্চ এক হাজার ৪শ’ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে অপরিবর্তিত রয়েছে রুপার দাম।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে সোনার দাম নির্ধারণ করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাজুস জানায়, বর্ধিত দাম অনুযায়ী প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ভালোমানের (২২ ক্যারেট) সোনার দাম পড়বে ৪৯ হাজার ৩৩৮ টাকা। রোববার পর্যন্ত এ মানের সোনার দাম রয়েছে ৪৭ হাজার ৯৩৯ টাকা।

২১ ক্যারেট ৪৭ হাজার ১২২ টাকা, বর্তমান দাম রয়েছে ৪৫ হাজার ৭২৩ টাকা। আর ১৮ ক্যারেট বিক্রি হবে ৪১ হাজার ৮৭২ টাকায়, বাজারে এ মানের সোনার বর্তমান দাম রয়েছে ৪০ হাজার ৪৭৪ টাকা।

সনাতন পদ্ধতির সোনার ভরি বেড়ে দাঁড়াবে ২৫ হাজার ৬৬০ টাকা। তবে প্রতি ভরি ২১ ক্যারেট রুপার (ক্যাডমিয়াম) আগের দাম এক হাজার ৫০ টাকাই রয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর