May 20, 2024, 4:13 am

সংবাদ শিরোনাম
শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ১৯,৬০০ কেজি ভারতীয় চিনিসহ ০৩ জন গ্রেফতার উখিয়ায় রোহিঙ্গা শিবিরে অভিযানে ৪ আরসা সদস্য অস্ত্রসহ গ্রেফতার রাজধানীর ডেমরা এলাকা হতে আনুমানিক ছয় কোটি টাকা মূল্যমানের ৮৬০০ লিটার বিদেশী মদসহ ০৩ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ উলিপু‌রে পাঁচ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক কাউনিয়ায় (ব্লাস্ট) এর উদ্দোগে ধর্মীয় সম্প্রীতির উপরে আলোচনা সভা কুড়িগ্রামে ১ টাকায় ১০ টি পরিবেশ বান্ধব পাখা বিক্রি করছে ফুল জৈন্তাপুরে গভীর রাতে পুলিশের অভিযানে ৬১৫ বোতল মদ ৮ কেজী গাঁজা উদ্ধার রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে ০৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ ক্ষেতলালে কলেজ প্রতিষ্ঠাতার মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার্কেল হিসেবে সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানার যোগদান

ডিবি পুলিশের পৃথক ২টি অভিযানে চাঁপাইনবাবগঞ্জে ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার’ গ্রেফতার- ৩

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :

চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের পৃথক ২টি অভিযানে গোমস্তাপুরে ৪০০ (চারশত) পিচ ইয়াবা ট্যাবলেট ও জেলা সদরের খালগাট গোহালবাড়ি এলাকায় ৭০ (সত্তর) বোতল ফেনসিডিল উদ্ধারসহ ০৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন।গ্রেফতারকৃত তিন মাদক ব্যাবসায়ীরা হলো, শিবগঞ্জ উপজেলার মির্জাপুর কালিতলা এলাকার আবদুল হকের ছেলে শরিফ (২৭), একই উপজেলার আজগুবি রসিকনগর এলাকার সেন্টু মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৩৫) ও শরিফুল ইসলামের ছেলে সাব্বির রহমান (২০), সকলের জেলা- চাঁপাইনবাবগঞ্জ।এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২০ জুলাই) ২০২০ ইং বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে গোমস্তাপুর উপজেলার চৌডালা বেলাল বাজার থেকে ৪০০ পিচ ইয়াবাসহ ১ জনকে আটক করা হয়। অপরদিকে আরেকটি অভিযান চালিয়ে রাত্রি ৯টা ৩০ মিনিটের দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার খালঘাট গোহালবাড়ি এলাকায় ছোট গ্যাসের সিলিন্ডারের ভিতরে বিশেষ কায়দায় রাখা ফেনসিডিলসহ ০২ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।অভিযান দুটি পরিচালনা করেন, জেলা গোয়েন্দা শাখার এসআই আবু আব্দুল্লাহ জাহিদ পিপিএম ও এসআই আসগর আলীসহ সঙ্গীয় গোয়েন্দা ফোর্সরা। গ্রেফতারের পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় দেশের প্রচলিত আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার।

প্রাইভেট ডিটেকটিভ/২০ জুলাই ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর