October 6, 2024, 10:27 am

সংবাদ শিরোনাম
স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষে বগুড়ায় বিএনপির মতবিনিময় সভা! লক্ষ্মীপুরে কুমিরের আতঙ্কে এলাকাবাসী সাংবাদিক পুত্র আবির হোসেন অনন্ত’র জন্মদিন আজ বিল্লাল হুসাইন

পীরগঞ্জে বিষ্ণুমূর্তি উদ্ধার আটক-৩

পীরগঞ্জে বিষ্ণুমূর্তি উদ্ধার আটক-৩

মোস্তফা- পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ


রংপুরের পীরগঞ্জে ৩ কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। গত সোমবার রাতে ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ছদ্মবেশে ক্রেতা সেজে উপজেলার পান্থাপুকুর গ্রামের লেবু মিয়ার বাড়ি থেকে প্রায় সোয়া ৪ কেজি ওজনের কষ্টিপাথরের ওই বিষ্ণুমূর্তি উদ্ধার করে। এ সময় ১টি মোটরসাইকেলসহ ৩ চোরাকারবারী ও প্রতারক চক্রের সদস্যকে আটক করা হয়। আটকৃতরা হলেন- মিঠাপুকুর উপজেলার রামনাথপুর গ্রামের আবু সিদ্দিকুলের পুত্র শাহীন আলম (৩০), একই উপজেলার মাহিয়ারপুর গ্রামের মৃত আব্দুল লতিফ মিয়ার পুত্র আনছার আলী (৩৮) ও আফজাল হোসেনের পুত্র আখতারুজ্জামান (৩৭)। পুলিশ জানায়- ধৃত চোরাকারবারী ও প্রতারক চক্রটি দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন অঞ্চলে ওই বিষ্ণুমূর্তি বিক্রির প্রলোভন দেখিয়ে কিনতে আসা ক্রেতাদের মূর্তি তো দিতই না বরং কৌশলে সর্বস্ব কেড়ে নিত। ইতিপূর্বে বিষ্ণুমূর্তি কিনতে আসা নওগাঁর জনৈক ব্যক্তির ৭২ লক্ষ টাকা, বাংলা হিলির জনৈক ব্যক্তির কাছে ৭২ হাজার টাকা হাতিয়ে নেয় ওই চক্রটি। বিষয়টি জেনে ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সুশান্ত সরকার মূর্তি উদ্ধারের লক্ষ্যে সোর্সর দেয়া তথ্যানুযায়ী পুলিশের দু’সদস্য ক্রেতা সেজে ৩ কোটি টাকা রফাদফায় মূর্তিটি কেনার আগ্রহ প্রকাশ করে। পুলিশ সদস্যরা (ক্রেতা) কাপড় ও কাগজ ভর্তি ব্যাগ সামান্য কিছু টাকা উপরে বিছিয়ে চোরাকারবারী ও প্রতারক চক্রের সদস্যদের বোকা বানায়। এদিকে ক্রেতাদের কাছে ব্যাগ ভর্তি টাকা নিশ্চিত হয়ে দুরন্ধর চক্রটি সোমবার দুপুর থেকে পড়ন্ত বেলা পর্যন্ত বিষ্ণুমূর্তি বেচা-কেনার স্থান বরাবর পরিবর্তন করতে থাকে। এক পর্যায়ে মূতি নিয়ে চক্রের ৪ সদস্য দু’ভাগে বিভক্ত হয়ে (২জন অটোরিক্সায় ও ২জন মোটর সাইকেলযোগ) দুর সম্পর্কের আত্নীয়র সূত্রে ধরে পাস্থপুকুর গ্রামের লেবু মিয়ার বাড়িতে আসে। ক্রেতাবেসে পুলিশের দু’সদস্যও ওই বাড়িতে যায় এবং লেনদেনের প্রাক্কালে পূর্বে সংবাদের ভিত্তিতে ইন্সপেষ্টর সুশান্ত সরকার, এসআই নারায়ণ চন্দ্র, এ এসআই তাজ উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ৪ কেজি ২শ’ ১৬ গ্রাম ওজনের কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিসহ ৩ জনকে আটক করলেও ১জন পালিয়ে যায়। এদিকে বিষ্ণুমূর্তিটি প্রকৃতপক্ষে কষ্টিপাথরের কিনা তা পরীক্ষার জন্য স্থানীয় কয়েকজন স্বর্ণকার দ্বারা পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চত হয়েচেন যে, উদ্ধারকৃত বিষ্ণুমূর্তিটি প্রকৃত কষ্টিপাথরের। এ ব্যাপারে পীরগঞ্জ থানায় মামলা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর