May 30, 2024, 4:28 am

সংবাদ শিরোনাম
রংপুর সিটির তিন মাথায় নির্মাণ শ্রমিকের মৃত্যু, ইউপি চেয়ারম্যান ও ভবন মালিকের যোগসাজসে গোপনে লাশ দাফন আদমদীঘির ধান শরিয়তপুরে উদ্ধার; গ্রেপ্তার-২ অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৬ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান এলাকা হতে গাঁজা ও বিদেশী পিস্তলসহ কুখ্যাত অস্ত্রধারী মাদক ব্যবসায়ী সাগর’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কায় চালকের মৃত্যু ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে উপকুলের সতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত কুড়িগ্রামে বেবী তরমুজের চাষে তিন মাসে আয় দেড় লাখ টাকা মাঝরাত্রে প্রবাসীর ঘরে ঢুকে স্ত্রীও মা কে ছুরি মেরে পালালো দুর্বৃত্তরা বগুড়ার শিবগঞ্জে জাতীয় অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন: এমদাদুল আহবায়ক রবি সদস্য সচিব গাইবান্ধা প্রেসক্লাব’র কমিটি গঠিত

রাজশাহী অ্যাডভোকেট’স বার এ্যাসোসিয়েশন নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের জয়

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :

রাজশাহী অ্যাডভোকেট বার সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল বিজয়ী হয়েছে। নিবর্চানে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপি পন্থীরা ১৬ পদে এবং আওয়ামীলীগ পন্থীরা ৫ পদে নির্বাচিত হয়েছেন বলে বার নির্বাচন কমিশ অফিস থেকে নিশ্চিত করা হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক পদে পারভেজ তৌফিক জাহেদী জয় লাভ করেছেন।এর আগে বৃহস্পতিবার ২৭শে ফেব্রুয়ারি ২০২০ ইং সকাল ৯টায় রাজশাহী অ্যাডভোকেট বার সমিতির নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। ১ নম্বর নতুন বার ভবনের দ্বিতীয় তলায় ভোটগ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত।রাজশাহী অ্যাডভোকেট বার সমিতির নির্বাচনে এবারে ২১টি পদের বিপরীতে দুইটি প্যানেল থেকে ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। প্যানেল দুটি হচ্ছে- সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের (আওয়ামীপন্থী) ব্যানারে আবু বকর-বজলে তৌহিদ আল হাসান বাবলা এবং জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের (বিএনপিপন্থী) মোজাম্মেল হক-পারভেজ তৌফিক জাহেদী।এদিন ৬০২ জন ভোটারের মধ্যে ৫৫৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ ও গণনা শেষে রাতেই ফল ঘোষণা করা হয়। রাজশাহী অ্যাডভোকেট বার সমিতির নির্বাচনের কমিশনার অ্যাডভোকেট শেখ মো. জাহাঙ্গীর আলম সেলিম বার সমেতির পক্ষে ফলাফল ঘোষণা করেন।জাতীয়তাবদী আইনজীবী ঐক্য প্যানেলের (বিএনপিপন্থী) সভাপতি পদে নির্বাচিত হয়েছেন-অ্যাডভোকেট মোজাম্মেল হক, সহ-সভাপতি পদে মাহাবুবুল ইসলাম ও আবু মোহাম্মদ সেলিম, সাধারণ সম্পাদক পারভেজ তৌফিক জাহেদী, যুগ্ম সাধারণ সম্পাদক-০১ (সাধারণ) মুহা. আতিকুর রহমান ইতি, হিসাব সম্পাদক সেলিম রেজা মাসুম, লাইব্রেরী সম্পাদক রিয়াজ উদ্দিন, সম্পাদক অডিট আজিমুশসান উজ্জল, ও সম্পাদক ম্যাগাজিন এন্ড কালচার রজব আলী স্ব-স্ব পদে নির্বাচিত হয়েছেন। এছাড়াও সদস্য পদে রয়েছেন এরশাদ আলী ঈশা, আফতাবুর রহমান, আশরাফ উজ্জামান মল্লিক, মোজাম্মেল হক (৩), রাকিবুল ইসলাম রাকিব ও সেকেন্দার আলী ও আব্দুল বারী।এদিকে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (আওয়ামীপন্থী) থেকে সহ-সভাপতি অসিত কুমার সান্যাল, যুগ্ম সাধারণ সম্পাদক (কল্যাণ তহবিল) সাজেমান আলী, সম্পাদক প্রেস অ্যান্ড ইনফরমেশন হাসিবুল ইসলাম কচি, সদস্য আহসান হাবিব রঞ্জু এবং সুমা খাতুন নির্বাচিত হয়েছেন।

প্রাইভেট ডিটেকটিভ/২৮ ফেব্রুয়ারী ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর