May 30, 2024, 2:52 pm

সংবাদ শিরোনাম
রংপুর সিটির তিন মাথায় নির্মাণ শ্রমিকের মৃত্যু, ইউপি চেয়ারম্যান ও ভবন মালিকের যোগসাজসে গোপনে লাশ দাফন আদমদীঘির ধান শরিয়তপুরে উদ্ধার; গ্রেপ্তার-২ অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৬ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান এলাকা হতে গাঁজা ও বিদেশী পিস্তলসহ কুখ্যাত অস্ত্রধারী মাদক ব্যবসায়ী সাগর’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কায় চালকের মৃত্যু ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে উপকুলের সতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত কুড়িগ্রামে বেবী তরমুজের চাষে তিন মাসে আয় দেড় লাখ টাকা মাঝরাত্রে প্রবাসীর ঘরে ঢুকে স্ত্রীও মা কে ছুরি মেরে পালালো দুর্বৃত্তরা বগুড়ার শিবগঞ্জে জাতীয় অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন: এমদাদুল আহবায়ক রবি সদস্য সচিব গাইবান্ধা প্রেসক্লাব’র কমিটি গঠিত

সুন্দরগঞ্জে চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম

আবু বক্কর সিদ্দিক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

প্রতিকি ছবি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউপি চেয়ারম্যান গোলাম করিব মুকুল’র বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ রয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, দির্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে ইউপি সদস্যদের না জানিয়ে নিজ ইচ্ছামত ইউনিয়ন পরিষদের কার্যক্রম চালাচ্ছেন। যার  ফল শ্রুতিতে কোন প্রকার মাসিক মিটিং  আহবান করেন না। বিভিন্ন উৎস থেকে আয়ের সমুদয় অর্থ নিজ ইচ্ছামত অদৃশ্যত ব্যয় দেখিয়ে আত্মসাৎ করছেন। সংশ্লিষ্ট পরিষদের আয় ছাড়াও উপজেলা পরিষদ থেকে বরাদ্দকৃত যে সকল টাকা আসে যেমন- ভ‚মি উন্নয়ন কর, হাট-বাজার ইজারা, এডিপি, নন-ওয়েজ ইত্যাদি ক্ষেত্রে ওয়ার্ড সদস্যগণকে অবহিত না করে ভ‚য়া রেজুলেশনের মাধ্যমে এসব টাকা উত্তোলণ পূর্বক আত্তসাৎ করেন। ইউপি চেয়ারম্যান স্থানীয়ভাবে উত্তোলিত বাড়ির ট্যাক্স, ট্রেড লাইসেন্স, গাছ বিক্রির টাকা একইভাবে আত্মসাৎ করছেন। এছাড়া ইউনিয়ন পরিষদ ও ইউনিয়নের অতিদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ল্যাপটপ, ফ্রিজ, সেলাই মেশিনসহ বিভিন্ন উপকরণাদি নিজ বাড়িতে রেখে আত্মসাৎ করার পায়তারা চালাচ্ছেন। মর্মে ইউপি’র সকল সদস্যগনের পক্ষে এরশাদ মিয়া নামে এক সদস্য উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অভিযোগ করেন। এ নিয়ে মোবাইলফোনে কথা হলে ইউপি চেয়ারম্যান গোলাম কবির মুকুল জানান, একটি কালভার্ট নির্মাণের ক্ষেত্রে এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সোলেমান আলী অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করেন।

প্রাইভেট ডিটেকটিভ/১১ ফেব্রুয়ারী ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর