May 20, 2024, 5:14 am

সংবাদ শিরোনাম
শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ১৯,৬০০ কেজি ভারতীয় চিনিসহ ০৩ জন গ্রেফতার উখিয়ায় রোহিঙ্গা শিবিরে অভিযানে ৪ আরসা সদস্য অস্ত্রসহ গ্রেফতার রাজধানীর ডেমরা এলাকা হতে আনুমানিক ছয় কোটি টাকা মূল্যমানের ৮৬০০ লিটার বিদেশী মদসহ ০৩ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ উলিপু‌রে পাঁচ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক কাউনিয়ায় (ব্লাস্ট) এর উদ্দোগে ধর্মীয় সম্প্রীতির উপরে আলোচনা সভা কুড়িগ্রামে ১ টাকায় ১০ টি পরিবেশ বান্ধব পাখা বিক্রি করছে ফুল জৈন্তাপুরে গভীর রাতে পুলিশের অভিযানে ৬১৫ বোতল মদ ৮ কেজী গাঁজা উদ্ধার রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে ০৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ ক্ষেতলালে কলেজ প্রতিষ্ঠাতার মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার্কেল হিসেবে সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানার যোগদান

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক সংঘর্ষের ঘটনায় পৃথক দু’টি মামলা

পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় নির্মানাধীন ১৩২০ মেগাওয়াট পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে বাঙ্গালী শ্রমিকদের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় পৃথক দু’টি মামলা হয়েছে। ৩০ জানুয়ারী বৃহস্পতিবার  সকালে রতন সাহা  শ্রমিক মো.জাকির সরদার বাদী হয়ে আট জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১০/১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
এদিকে একই দিনে হারুন গ্রুপের শ্রমিক মো.শাহাদাৎ বাদী হয়ে সাত জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৭/৮ জনকে আসামি করে আরো একটি মামলা দায়ের করেন। পুলিশ তাপবিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে বাঙ্গালী দুই গ্রুপের শ্রমিকের সংঘর্ষের ঘটনায় তাৎক্ষনিক ভাবে নয় জনকে আটক করেছেন।
আটককৃতদের মধ্যে উভয় গ্রুপের নজমুল হোসেন, সুমন মিয়া, মাহতাব হোসেন, জসিম উদ্দিন, সুজন মিয়, সাইফুল ইসলাম, আব্দুল কাদের, মো. আনোয়ার হোসেন, জাকির আকনকে আদালতে প্রেরন করেছে পুলিশ।
বুধবার শেষ বিকেলের দিকে পটুয়াখালীর কলাপাড়ায় নির্মানাধিন ১৩২০ মেগাওয়াট পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে বাঙ্গালী শ্রমিকদের সংঘর্ষে তিন জন আহত হয়েছে। এরা হচ্ছে শাহাদাৎ হোসেন,হাফিজুর রহমান ও জাকির হোসেন। এদের মধ্যে শংকটপন্ন অবস্থায় হাফিজুর রহমানকে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে চিকিৎসক। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৯ জন শ্রমিককে আটক করেন।
কলাপাড়া থানার ওসি মো.মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় পৃথক দু’টি মামলা হয়েছে। আটককৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।

প্রাইভেট ডিটেকটিভ/৩১ জানুয়ারি ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর