December 27, 2024, 5:01 am

সংবাদ শিরোনাম
মধুপুরে অবৈধভাবে মাটি কাঁটার অপরাধে ৬জনের জেল জরিমানা প্রবাসীকে হয়রানির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে প্রবাসীকে হয়রানির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে বেনাপোল স্থলবন্দর হ্যাল্ডিং শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনে নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ঝিকরগাছা উপজেলায় যুব অধিকার পরিষদের কমিটি ঘোষণা শার্শার উলশী ইউনিয়ন ভিত্তিক ৬ষ্ঠ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত ১১ বছর পর দেশে ফিরলেন যুক্তরাজ্য বিএনপির আইন সম্পাদক লিয়াকত সাজাভোগের শেষে ভারত থেকে দেশে ফিরলো ২৬ বাংলাদেশি পুরুষ -নারী বেনাপোল থেকে শুভ উদ্বোধন হলো রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের নবজাতককে পাওয়া গেল রাস্তার পাশে

সুন্দরগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন

আবু বক্কর সিদ্দিক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন সম্পন্ন হয়েছে।গতকাল

মঙ্গলবার সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে এ নির্বাচন সম্পন্ন হয়। পরে রাত সাড়ে ১০ টায় ফলাফল ঘোষণা করেন সহকারি রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার- মো: সোলেমান আলী। এতে চেয়ারম্যান পদে আ’লীগ মনোনীত আশরাফুল আলম সরকার (নৌকা) ২৭ হাজার ৪’শ ৪৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী খয়বর হোসেন সরকার (ঘোড়া) পেয়েছেন ১৯ হাজার ৩’শ ৬৩ ভোট। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে সফিউল ইসলাম (চশমা) ২৭ হাজার ৯’শ ৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাপা মনোনীত প্রার্থী আশাদুজ্জামান মনি (লাঙ্গল) ১৪ হাজার ১’শ ৪৬ ভোট পেয়েছেন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উম্মে সালমা (হাঁস) ২৭ হাজার ৮’শ ৯৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আল্পনা রানী গোস্বামী (ফুটবল) পেয়েছেন ১৮ হাজার ৫’শ ৩৪ ভোট। ফলাফল ঘোষণার সময় ছিলেন- উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, শাহানাজ আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নবী সরকার, উপজেলা নির্বাচন কর্মকর্তা সেকান্দার আলী, সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের প্রতিনিধিগণ। নির্বাচনে ভোটারদের প্রদত্ত ভোট ছিল ১৯ দশমিক ৪৫ শতাংশ। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ২শ’ ১৮ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৬৫ হাজার ৩শ’ ৪৪ ও মহিলা ১ লাখ ৭৩ হাজার ৮শ’ ৭৪ জন।

প্রাইভেট ডিটেকটিভ/১৯ জুন ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর