May 20, 2024, 7:48 am

সংবাদ শিরোনাম
শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ১৯,৬০০ কেজি ভারতীয় চিনিসহ ০৩ জন গ্রেফতার উখিয়ায় রোহিঙ্গা শিবিরে অভিযানে ৪ আরসা সদস্য অস্ত্রসহ গ্রেফতার রাজধানীর ডেমরা এলাকা হতে আনুমানিক ছয় কোটি টাকা মূল্যমানের ৮৬০০ লিটার বিদেশী মদসহ ০৩ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ উলিপু‌রে পাঁচ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক কাউনিয়ায় (ব্লাস্ট) এর উদ্দোগে ধর্মীয় সম্প্রীতির উপরে আলোচনা সভা কুড়িগ্রামে ১ টাকায় ১০ টি পরিবেশ বান্ধব পাখা বিক্রি করছে ফুল জৈন্তাপুরে গভীর রাতে পুলিশের অভিযানে ৬১৫ বোতল মদ ৮ কেজী গাঁজা উদ্ধার রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে ০৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ ক্ষেতলালে কলেজ প্রতিষ্ঠাতার মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার্কেল হিসেবে সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানার যোগদান

ওসমানীনগরের তাজপুরে আওয়ামীলীগের দু গ্রুপের সংঘর্ষ

ওসমানীনগরের তাজপুরে আওয়ামীলীগের দু গ্রুপের সংঘর্ষ

সিলেট ব্যুরো অফিস

ওসমানীনগরে আওয়ামীলীগের  চঞ্চল গ্রুপ ও আবদাল গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে কোন হতাহতের ঘটনা না ঘটলেও উভয়পক্ষের মধ্যে ইটপাটকেল বিনিময়ে চারদিকে আতংক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় বাজারের ব্যবসা প্রতিষ্ঠান। আতংকিত হয়ে পড়ে মঙ্গলচন্ডী নিশিকান্ত উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষারত শিক্ষার্থীরাও।

বুধবার সকাল ১১টার দিকে উপজেলার তাজপুর বাজারে ঘটনাটি ঘটে।

পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। নেতাকর্মীরা দ্বিতীয় দফায় সংঘর্ষে জড়াতে শক্তি সঞ্চয় করলেও ব্যবসায়ীদের প্রতিবাদী ভূমিকা এবং পুলিশি অবস্থানের কারণে শক্তি প্রয়োগ করতে পারেনি।

উপজেলা স্বেচ্চাসেবক লীগের আহবায়ক চঞ্চলপাল মোটর সাইকেলযোগে গোয়ালাবাজার যাওয়ার পথে আবদাল গ্রুপের একাধিক মোটরসাইকেল আরোহী বেঙ্গাত্মক শব্দ উচ্চারণকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয় বলে একাধিক সূত্রে জানা গেছে।বাজারেএমন কার্যকলাপ বন্ধের দাবি জানিয়ে মহাসড়ক অবরোধ করে রাখেন ব্যবসায়ীরা। তবে তাৎক্ষণিক পুলিশের অনুরোধে অবরোধ তুলে নেন তারা। অবরোধ স্থাপনকালে সেনাবাহিনীর দু’টি গাড়িও আটকা পড়তে দেখা যায়।

তাজপুর মঙ্গলচন্ডী নিশি কান্ত উচ্চ বিদ্যালয়ের অভিভাবক কমিটির সদস্য আজাদ মিয়া বলেন, সংঘর্ষের কারণে পরীক্ষারত শিক্ষার্থীরা আতংকিত হয়ে পড়ে। অনেক শিক্ষার্থীর পরীক্ষা শেষ হলেও বিদ্যালয়ে আটকে থাকতে হয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান রব্বানী বলেন, বাজারের এই ধরণের মারামারির কারণে ব্যবসায়ীরা সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হচ্ছে।

ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা বলেন, দুই গ্রুপের সংঘর্ষের খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। সবধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে বলেও জানান তিনি।

Share Button

     এ জাতীয় আরো খবর