May 20, 2024, 7:31 pm

সংবাদ শিরোনাম
পটুয়াখালীতে মাসব্যাপী তাঁত শিল্প মেলা শুরু হয়েছে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ৩ লক্ষ মানুষের ভাগ্য পরিবর্তনের প্রতিশ্রুতি -বিশিষ্ট সাংবাদিক আতিকের রংপুর খামার মোড়ে প্রবাসীর বাসায় হামলার চেষ্টা, আতংকে ভুক্তভোগী পরিবার ইসলামপুরে যমুনা পাড়ের হত দরিদ্রদের মাঝে বকনা গরু বিতরণ কক্সবাজার র‍্যাব-১৫ অভিযানে ৭ লক্ষ ইয়াবাসহ আটক ৪ ভোটারদের ভোট কেন্দ্রে যাবার সময় বাধা দিলে ৯৯৯ জানালেই নেওয়া হবে ব্যবস্থা শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ১৯,৬০০ কেজি ভারতীয় চিনিসহ ০৩ জন গ্রেফতার উখিয়ায় রোহিঙ্গা শিবিরে অভিযানে ৪ আরসা সদস্য অস্ত্রসহ গ্রেফতার রাজধানীর ডেমরা এলাকা হতে আনুমানিক ছয় কোটি টাকা মূল্যমানের ৮৬০০ লিটার বিদেশী মদসহ ০৩ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ উলিপু‌রে পাঁচ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

সুন্দরগঞ্জে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২

আবু বক্কর সিদ্দিক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ২ কেজি ওজনের গাঁজাসহ জহুরুল হক (৫২) নামে এক মাদক ব্যবসায়ী ও গ্রেফতারি পরোয়ানামুলে রিক্তা বেগম (৩২) নামে এক নারীসহ ২ জনকে গ্রেফতার করেছেন।থানা সূত্রে জানা যায়, শনিবার বিকালে গ্রেফতারকৃতদেরকে আদালতে পাঠানো হয়। এরআগে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই শামছুল হক, এএসআই ওমর ফারুক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামধন গ্রামের বালিয়া পাড়াস্থ নিজ বাড়ি থেকে ২০ হাজার টাকা মূল্যের ২ কেজি ওজনের গাঁজাসহ মাদক ব্যবসায়ী জহুরুল হককে গ্রেফতার করা হয়। এসময় তার পুত্র মিজানুর রহমান (৩২) পালিয়ে যায়। মাদক ব্যবসায়ী জহুরুল হক উক্ত পাড়ার মৃত তৈয়ব আলীর পুত্র। এব্যাপারে এসআই শামছুল হক বাদী হয়ে মাদক ব্যবসায়ী পিতা-পুত্রকে আসামী করে একটি মামলা রুজু করেছেন।স্থানীয়রা জানান, দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসায়ী জহুরুল হক ও তার পুত্র মিজানুর রহমান জমজমাটভাবে বিভিন্ন ধরণের মাদক দ্রব্যের ব্যবসা চালিয়ে আসছিল। যেকোন সময় তাদের বাড়িতে গাঁজা, ইয়াবা ট্যাবলেট, হিরোইনসহ সব ধরণের মাদক দ্রব্য সংরক্ষণ, বেচা-কেনা ও সেবনের আড্ডা জমে। এদিকে, থানার এসআই জাহাঙ্গীর আলম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বিজ্ঞ আদালতের গ্রেফতারি পরোয়ানামুলে রিক্তা বেগম (৩৫) নামে এক নারী আসামীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামী রিক্তা বেগম উপজেলার রামজীবন ইউনিয়নের কে কৈ কাশদহ গ্রামের হামিদুল ইসলামের স্ত্রী। তার বিরুদ্ধে ২০১৬ সালে বিজ্ঞ আদালত একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করলে সে তখন থেকেই পলাতক ছিল।থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান পৃথক অভিযানে মাদক ব্যবসায়ীসহ ২ জনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রাইভেট ডিটেকটিভ/২১ ডিসেম্বর ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর