May 29, 2024, 8:21 pm

সংবাদ শিরোনাম
রংপুর সিটির তিন মাথায় নির্মাণ শ্রমিকের মৃত্যু, ইউপি চেয়ারম্যান ও ভবন মালিকের যোগসাজসে গোপনে লাশ দাফন আদমদীঘির ধান শরিয়তপুরে উদ্ধার; গ্রেপ্তার-২ অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৬ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান এলাকা হতে গাঁজা ও বিদেশী পিস্তলসহ কুখ্যাত অস্ত্রধারী মাদক ব্যবসায়ী সাগর’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কায় চালকের মৃত্যু ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে উপকুলের সতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত কুড়িগ্রামে বেবী তরমুজের চাষে তিন মাসে আয় দেড় লাখ টাকা মাঝরাত্রে প্রবাসীর ঘরে ঢুকে স্ত্রীও মা কে ছুরি মেরে পালালো দুর্বৃত্তরা বগুড়ার শিবগঞ্জে জাতীয় অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন: এমদাদুল আহবায়ক রবি সদস্য সচিব গাইবান্ধা প্রেসক্লাব’র কমিটি গঠিত

সিরাজগঞ্জের ৮ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণের শপথ গ্রহণ

মোঃ ওমর আলী ভূঞা,সিরাজগঞ্জ জেলা ব্যুরো প্রধানঃ

সিরাজগঞ্জের ৮ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণের শপথ গ্রহণ  ছবিঃ মোঃ ওমর আলী ভূঞা

সিরাজগঞ্জের আট উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গত ১১ এপ্রিল ২০১৯ ইং তারিখ বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে তাদের শপথ বাক্য পাঠ করান রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর রহমান।শপথ গ্রহণকারী চেয়ারম্যানরা হলেন- সদর উপজেলার রিয়াজ উদ্দিন, কাজিপুরের খলিল সিরাজী, উল্লাপাড়ার শফিকুল ইসলাম, রায়গঞ্জের এ্যাড. ইমরুল হাসান তালুকদার ইমন, তাড়াশের অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, শাহজাদপুরের অধ্যক্ষ আজাদ রহমান, বেলকুচির নূরুল ইসলাম সাজেদুল ও চৌহালীর ফারুক সরকার।সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকার সভাপতিত্বে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ সালাউদ্দিন, জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ, অতিরিক্ত জেলা প্রশাসক ফিরোজ মাহমুদসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতারা।
উল্লেখ্য, প্রথম ধাপে অনুষ্ঠিত সিরাজগঞ্জের আটটি উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়াামী লীগ সমর্থিত তিনজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকি পাঁচটির মধ্যে আওয়ামী লীগের তিনজন ও দুইজন বিদ্রোহী প্রার্থী বিজয়ী হন।

প্রাইভেট ডিটেকটিভ/ ১৩ এপ্রিল ২০১৯/ইকবাল

 

Share Button

     এ জাতীয় আরো খবর