November 1, 2024, 6:36 am

সংবাদ শিরোনাম
নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ও আইন শৃঙ্খলার পরিস্থিতি উদ্বেগ জনক বোরহানউদ্দিনে টিকা নেওয়ার পরে অসুস্থ হয়ে প্রায় অর্ধ শতাধিক ছাত্রী হাসপাতালে ভর্তি শার্শায় হতদরিদ্রদের মাঝে জামায়াতের ভ্যান,ছাগল ও নগদ অর্থ বিতরন নবাবগঞ্জে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাগেরহাটের কচুয়ায় যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সুন্দরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা স্বাধীনতা, সার্বভৌম হ্যাঁ ও সাংবিধানকে করা প্রয়োজন বান্দরবান প্রেসক্লাবের নতুন সদস্যদের ফুলেন শুভেচ্ছা দিয়ে বরন ডোমারে প্রধান শিক্ষকের পদ ফিরে পেতে ইউএনও’র কাছে আবেদন প্রিন্সসহ ০৩ জনকে রাজধানীর কদমতলী এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০

শাহজাদপুর উপজেলা পরিষদ চত্বরের পুকুর থেকে আদিবাসীর লাশ উদ্ধার

এস এম আক্কাস সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা পরিষদ চত্বরের পুকুর থেকে এক আদিবাসীর লাশ উদ্ধার করে পুলিশ ,উদ্ধারকৃত লাশটি পৌর এলাকার বাগদিপাড়ার আদিবাসী বাগদী দুলাল রায় এর ছেলে জীবন রায় (৩৫) বলে জানা গেছে।

১৪ মে মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরের পুকুরে শিশু কিশোরেরা গোসল করতে নামলে লাশটি তাদের পায়ে বাঁধে। এ সময় শিশুকিশোরদের চিৎকার চেচামেচিতে এলাকার মানুষ জন লাশটি উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে নিয়েগেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিহতের স্বজনেরা জানান, জীবন গোসল করতে পুকুরে গিয়ে আর ফিরে আসেনি। এ ঘটনায় আদিবাসী বাগদী পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে শাহজাদপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসলাম হোসেন বলেন, লাশটি উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো মামলা হলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর