May 20, 2024, 5:48 am

সংবাদ শিরোনাম
শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ১৯,৬০০ কেজি ভারতীয় চিনিসহ ০৩ জন গ্রেফতার উখিয়ায় রোহিঙ্গা শিবিরে অভিযানে ৪ আরসা সদস্য অস্ত্রসহ গ্রেফতার রাজধানীর ডেমরা এলাকা হতে আনুমানিক ছয় কোটি টাকা মূল্যমানের ৮৬০০ লিটার বিদেশী মদসহ ০৩ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ উলিপু‌রে পাঁচ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক কাউনিয়ায় (ব্লাস্ট) এর উদ্দোগে ধর্মীয় সম্প্রীতির উপরে আলোচনা সভা কুড়িগ্রামে ১ টাকায় ১০ টি পরিবেশ বান্ধব পাখা বিক্রি করছে ফুল জৈন্তাপুরে গভীর রাতে পুলিশের অভিযানে ৬১৫ বোতল মদ ৮ কেজী গাঁজা উদ্ধার রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে ০৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ ক্ষেতলালে কলেজ প্রতিষ্ঠাতার মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার্কেল হিসেবে সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানার যোগদান

লালমনিরহাটে ছাত্রীকে কু-প্রস্তাব, স্কুল পরিচালকের বিরুদ্ধে মামলা

লালমনিরহাটে ছাত্রীকে কু-প্রস্তাব, স্কুল পরিচালকের বিরুদ্ধে মামলা

ডিটেকটিভ নিউজ ডেস্ক

প্রতিকি ছবি

পরীক্ষায় ভালো নম্বর পাইয়ে দেয়ার অজুহাতে ছাত্রীকে কু-প্রস্তাব দিয়েছে লালমনিরহাটের কালীগঞ্জ অরণ্য স্কুল এ- কলেজ ডে নাইট কেয়ারের পরিচালক। প্রতিবাদে শিক্ষার্থী, এলাকাবাসী ও অভিভাবকদের বিক্ষোভ ও থানায় মামলা দায়ের। গত বৃহস্পতিবার দিবাগত রাতে লালমনিরহাটের কালীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন ওই ছাত্রীর বাবা। এর আগে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার অরন্য স্কুল এ- কলেজ ডে নাইট কেয়ার গেটে বিক্ষোভ করেন বিক্ষুব্ধ এলাকাবাসী, অভিভাবক ও শিক্ষার্থীরা। থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার গোড়ল ইউনিয়নের চাকলারহাটের অরণ্য স্কুল এ- কলেজ ডে নাইট কেয়ারে আবাসিক অনাবাসিক শিক্ষা ব্যবস্থা রয়েছে। ওই প্রতিষ্ঠানের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের আবাসিকের এক ছাত্রীকে গত ৫ ফেব্রুয়ারি নিজ কক্ষে ডেকে নেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক আঞ্জুরুল হক সরকার মিন্টু (৪৮)। এ সময় পরীক্ষায় ভালো নম্বর পেতে ছাত্রীকে কু প্রস্তাব দেন পরিচালক মিন্টু। শুধু তাই নয়, শ্লীলতাহানীর চেষ্টা করলে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে বেঁচে যায় ওই ছাত্রী। পরে ওই ছাত্রী পালিয়ে বাড়িতে চলে যায়। ওই দিনই সহপাঠিরা মেয়েটির বাবাকে ফোন করে ডেকে নিয়ে বিষয়টি অবগত করেন। ওই ছাত্রীর বাবা বিষয়টির বিচার দাবি করে শিক্ষকদের কাছে মৌখিক অভিযোগ দায়ের করেন। কিন্তু কোনো বিচার পাননি। বিষয়টি এলাকায় ব্যাপক জানাজানি হলে গত বৃহস্পতিবার সন্ধ্যায় শিক্ষার্থী ও এলাকাবাসী বিচার দাবিতে বিদ্যালয় গেটে বিক্ষোভ মিছিল করে। খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন। পরে এ ঘটনায় পরিচালকের বিচার দাবি করে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে কালীগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করেন। বাদী বলেন, চরিত্রহীন পরিচালক মিন্টু ইতিপুর্বেও কয়েক বার ছাত্রীদের সাথে এ রকম যৌন হয়রানি করে টাকার জোরে বেঁচে গেছে। এ ঘটনার পর থেকে পলাতক থাকায় পরিচালক আঞ্জুরুল হক সরকার মিন্টুকে প্রতিষ্ঠানে পাওয়া যায়নি। ব্যবহৃত মোবাইলটিও বন্ধ রয়েছে। এলাকাবাসী ও শিক্ষার্থীরা পলাতক মিন্টুকে খুঁজে বেড়াচ্ছেন। কালীগঞ্জ থানা ওসি মকবুল হোসেন জানান, কু প্রস্তাবের শিকার ছাত্রীর পরিবারের দায়ের করা এজাহারটি তদন্ত করে নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। আসামি মিন্টুকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Share Button

     এ জাতীয় আরো খবর