May 30, 2024, 9:25 am

সংবাদ শিরোনাম
রংপুর সিটির তিন মাথায় নির্মাণ শ্রমিকের মৃত্যু, ইউপি চেয়ারম্যান ও ভবন মালিকের যোগসাজসে গোপনে লাশ দাফন আদমদীঘির ধান শরিয়তপুরে উদ্ধার; গ্রেপ্তার-২ অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৬ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান এলাকা হতে গাঁজা ও বিদেশী পিস্তলসহ কুখ্যাত অস্ত্রধারী মাদক ব্যবসায়ী সাগর’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কায় চালকের মৃত্যু ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে উপকুলের সতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত কুড়িগ্রামে বেবী তরমুজের চাষে তিন মাসে আয় দেড় লাখ টাকা মাঝরাত্রে প্রবাসীর ঘরে ঢুকে স্ত্রীও মা কে ছুরি মেরে পালালো দুর্বৃত্তরা বগুড়ার শিবগঞ্জে জাতীয় অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন: এমদাদুল আহবায়ক রবি সদস্য সচিব গাইবান্ধা প্রেসক্লাব’র কমিটি গঠিত

রাজশাহীর পুঠিয়া পৌরসভার ঝলমলিয়ায় কবরস্থানের রাস্তা বন্ধ করে মার্কেট নির্মাণের অভিযোগ

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :

রাজশাহীর পুঠিয়ার ঝলমলিয়ায় কবরস্থানের (গোরস্থান) রাস্তা বন্ধ করে মার্কেট নির্মানের অভিযোগ উঠেছে। চলতি বছরের জুলাই মাসের শুরুতে রাস্তা বন্ধ করে মার্কেট নির্মানের কাজ শুরু করেন কানাইপাড়া এলাকার আজিজুর রহমানের ছেলে মাহাতাব আলী সরকার ও তার ভাইয়েরা। ঘটনাটি ঘটেছে পুঠিয়া পৌর সভার ৯-নং ওয়ার্ডের ঝলমলিয়া বাজারের তালতলা নামক স্থানে।এনিয়ে ভুক্তভোগি ঝলমলিয়া বাজারের মতিউর রহমানের ছেলে নজরুল ইসলাম পুঠিয়া পৌরসভায় অভিযোগ দিয়েছেন।অভিযোগ সূত্রে জানাগেছে, পঠিয়া পৌরসভার ঝলমলিয়া বাজারের তালতলা নামক স্থানে নজরুল ইসলামের পারিবারিক কবরস্থান রয়েছে। নজরুল ইসলামের মৃত নানা তাজ উদ্দিন খাঁনের ছেলে না থাকায় তার মেয়ে অর্থাৎ নজরুল ইসলামের মৃত মা জাহানারা বেগমের একমাত্র উত্তরাধিকারী নজরুল ইসলাম তার নানার রেখে যাওয়া সম্পত্তির মালিক হন। নজরুল ইসলামের নানা জীবিত অবস্থায় ঝলমালিয়া বাজারের তাদের পারিবারিক কবরস্থানের সামনে চার’জনের কাছে ৩৭ শতক জমি বিক্রি করেন। পরে ক্রয়কৃত জমির উপর তিন’জন বাড়ি নির্মান করেন। বাকি আজিজুর রহমানের ক্রয়কৃত জমির পাশ দিয়ে নজরুল ইসলামের পাবিবারিক কবরস্থানে যাতায়াতের জন্য রাস্তা ছিলো। বর্তমানে সেই রাস্তা বন্ধ করে তারা মার্কেট নির্মান করছেন।এ বিষয়ে ঝলমলিয়া বাজারের ব্যবসায়ী ও বীরমুক্তিযোদ্ধা মইনুউদ্দিন আহম্মেদ জানান, বর্তমানে যে জমির উপর মৃত আজিজুর রহমানের ছেলেরা মার্কেট নির্মাণ করছে সেই জায়গাটি শোয়া নয়শতাংশ বিক্রি করেন নজরুল ইসলামের নানা। জমিটির সরজমিনে দেড় থেকে দুই শতাংশ জমি বেশি রয়েছে। সেই বেশি জায়গাটি ছেড়ে দিলেই নজুরুল ও তার পরিবারের সদস্যরা গোরস্থানে যাওয়াতের রাস্তা হিসেবে ব্যবহার করতে পারবে।এ ব্যাপারে পুঠিয়া পৌরসভার মেয়র রবিউল ইসলাম রবি গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে বলেন, গত বৃহস্পতিবার আমি অভিযোগটি পেয়েছি। সরজমিনে লোক পাঠিয়ে ব্যবস্থা নেব বলে তিনি জানিয়ে দেন।

প্রাইভেট ডিটেকটিভ/২০ জুলাই ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর