May 30, 2024, 10:27 am

সংবাদ শিরোনাম
রংপুর সিটির তিন মাথায় নির্মাণ শ্রমিকের মৃত্যু, ইউপি চেয়ারম্যান ও ভবন মালিকের যোগসাজসে গোপনে লাশ দাফন আদমদীঘির ধান শরিয়তপুরে উদ্ধার; গ্রেপ্তার-২ অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৬ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান এলাকা হতে গাঁজা ও বিদেশী পিস্তলসহ কুখ্যাত অস্ত্রধারী মাদক ব্যবসায়ী সাগর’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কায় চালকের মৃত্যু ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে উপকুলের সতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত কুড়িগ্রামে বেবী তরমুজের চাষে তিন মাসে আয় দেড় লাখ টাকা মাঝরাত্রে প্রবাসীর ঘরে ঢুকে স্ত্রীও মা কে ছুরি মেরে পালালো দুর্বৃত্তরা বগুড়ার শিবগঞ্জে জাতীয় অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন: এমদাদুল আহবায়ক রবি সদস্য সচিব গাইবান্ধা প্রেসক্লাব’র কমিটি গঠিত

রংপুরে সন্ত্রাসীদের ভয়ে পালিয়ে কুড়িগ্রামের নাগেশরীতে আসা একটি পরিবারের সংবাদ সম্মেলন

কুড়িগ্রাম প্রতিনিধি :
রংপুর সাতমাথা এলাকার নাজমুল হকের পরিবার সন্ত্রাসীদের ভয়ে বাড়ী ছাড়া হয়ে পালিয়ে কুড়িগ্রামের নাগেশরীতে এসে নিরাপত্তাহীনতায় ভুগছে। নিরাপত্তা এবং সন্ত্রাসীদের বিচারের দাবী জানিয়ে সংবাদ সম্মেলন করেছে নির্যাতনের স্বীকার দুই ভাই।
বৃহস্পতিবার দুপুরে নাগেশ্বরী প্রেসক্লাব সংলগ্ন মুক্তমঞ্চে সংবাদ সম্মেলনে নাজমুল লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন।
নাগেশ^রীর পৌরসভার বানুরখামার থেকে তার বাবা আবুল কাশেম ড্রাইভার পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে রংপুর সাতমাথা পশ্চিম খাসবাগ চারমাথা মোড় এলাকায় বসবাস শুরু করেন। সম্প্রতি সাতমাথা এলাকার মোর্শেদ, রাজা, আশরাফুলসহ সন্ত্রাসী বাহিনী তাদের কাছে চার লাখ টাকা চাঁদা নিয়ে আবারো ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে তাদের বাড়িতে ভাংচুর চালায় এবং দুইভাইকে অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে ঘরের টাকা লুট করে। তার ছোটভাইকে মাদকে জড়িয়ে ফায়দা হাসিলের চেস্টা করে সন্ত্রাসীরা। অভিযোগ করেন রংপুর সাতমাথা পশ্চিম খাসবাগ চারমাথা মোড় এলাকায় তাদের দেড় কোটি টাকার জমি জবর দখল নিয়েছে সন্ত্রাসীরা। বর্তমানে তাদেরকে প্রাণে মেরে ফেলার হুমকী দিচ্ছে। ফলে তারা পালিয়ে বেরাচ্ছে।
এ ব্যাপারে রংপুর ডিআইজি, ডিসি ও এসপি অফিসসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেও কোন ফল হয়নি বলেও লিখিত বক্তব্যে বলে নাজমুল।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১৯মে২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর