May 30, 2024, 12:39 pm

সংবাদ শিরোনাম
রংপুর সিটির তিন মাথায় নির্মাণ শ্রমিকের মৃত্যু, ইউপি চেয়ারম্যান ও ভবন মালিকের যোগসাজসে গোপনে লাশ দাফন আদমদীঘির ধান শরিয়তপুরে উদ্ধার; গ্রেপ্তার-২ অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৬ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান এলাকা হতে গাঁজা ও বিদেশী পিস্তলসহ কুখ্যাত অস্ত্রধারী মাদক ব্যবসায়ী সাগর’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কায় চালকের মৃত্যু ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে উপকুলের সতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত কুড়িগ্রামে বেবী তরমুজের চাষে তিন মাসে আয় দেড় লাখ টাকা মাঝরাত্রে প্রবাসীর ঘরে ঢুকে স্ত্রীও মা কে ছুরি মেরে পালালো দুর্বৃত্তরা বগুড়ার শিবগঞ্জে জাতীয় অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন: এমদাদুল আহবায়ক রবি সদস্য সচিব গাইবান্ধা প্রেসক্লাব’র কমিটি গঠিত

যশোরের ঝিকরগাছায় মোবাইলসহ আটক-২

বিল্লাল হুসাইন,ঝিকরগাছা (যশোর) প্রতিনিধিঃ

যশোরের ঝিকরগাছা থানায় যশোর জেলার পুলিশ সুপার মহোদয় ও সহকারী পুলিশ সুপার নাভারণ সার্কেল, ঝিকরগাছা থানার ওসি জনাব মোঃ আব্দুর রাজ্জাক এর সার্বিক দিক নিদের্শনায়, ২০ টি মোবাইলসহ ২ জনকে আটক করা হয়েছে।এ বিষয়ে (ওসি) মো: আব্দুর রাজ্জাক বলেন, গত ১৩/০৬/২০২০ ইং তারিখে ব্রিটিশ আমেরিকান টোবাকো নামক কোম্পানীর ঝিকরগাছা থানাধীন রাজাপট্রি শাখা অফিসে কর্মরত মোঃ যুবায়ের হোসেন (১৮), পিতা-মোঃ ইউনুস আলী, সাং- স্বরণপুর, থানা-মনিরামপুর, জেলা- যশোর ঝিকরগাছা থানায় এসে একটি লিখিত অভিযোগ করেন।যে, তাদের অফিস কক্ষ হতে ইং ০৬/০৬/২০২০ তারিখে  রাত্র অনুমান ০৯, টার সময় হতে ইং-০৭/০৬/ ২০২০ তারিখে সকাল অনুমান ০৬ টার মধ্যে যে কোন সময় কে বা কারা জানালা দিয়ে কৌশলে একটি ব্লু রংয়ের  Redmi Note 7 Pro by Xiaomi মোবাইল সেট এবং ০৬  টি Samsung GALAXY J1ace মোবাইল সেট চুরি করে  নিয়ে গেছে।তিনি আরো বলেন, উক্ত অভিযোগের ভিত্তিতে ঝিকরগাছা থানার মামলা নং-১২, তাং-১৩/০৬/২০২০ ইং ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড রুজু করা হয় এবং তাৎক্ষনিক যশোর জেলার পুলিশ সুপার মহোদয় ওএসআই (নিঃ) দেবব্রত দাস, সঙ্গীয় এস.আই (নিঃ) সুরঞ্জিত কুমার রায়, এএসআই (নিঃ) মোঃ মাসুদ রানা, এএসআই (নিঃ) মোঃ ওলিয়ার রহমানকে সঙ্গে নিয়ে মোবাইল ফোন চুরির সাথে সম্পৃক্ত আসামী  মোঃ কামাল  হোসেন (২৭) পিতা-শাহাবুদ্দিন হোসেন , সাং-কৃষ্ণনগর    (মাঠপাড়া),  আল আবীর জোহা (২৬) পিতা-মৃত সাব্বির আহম্মেদ বিদ্যুৎ, সাং-কৃষ্ণনগর রাজপট্রি, উভয় থানা-ঝিকরগাছা, জেলা-যশোরদ্বয়কে গ্রেফতার করা হয়।পরবর্তীতে আসামীদের স্বীকারোক্তি মোতাবেক আসামিদের হেফাজত হইতে উপরোক্ত চুরি যাওয়া মোবাইল ফোন এবং আরো বিভিন্ন জায়গা হইতে ১৪ টি    মোবাইল ফোন, সর্বমোট-২০ টি মোবাইল উদ্ধার করেন।

প্রাইভেট ডিটেকটিভ/১৫ জুন ২০২০ /ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর