May 30, 2024, 7:35 am

সংবাদ শিরোনাম
রংপুর সিটির তিন মাথায় নির্মাণ শ্রমিকের মৃত্যু, ইউপি চেয়ারম্যান ও ভবন মালিকের যোগসাজসে গোপনে লাশ দাফন আদমদীঘির ধান শরিয়তপুরে উদ্ধার; গ্রেপ্তার-২ অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৬ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান এলাকা হতে গাঁজা ও বিদেশী পিস্তলসহ কুখ্যাত অস্ত্রধারী মাদক ব্যবসায়ী সাগর’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কায় চালকের মৃত্যু ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে উপকুলের সতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত কুড়িগ্রামে বেবী তরমুজের চাষে তিন মাসে আয় দেড় লাখ টাকা মাঝরাত্রে প্রবাসীর ঘরে ঢুকে স্ত্রীও মা কে ছুরি মেরে পালালো দুর্বৃত্তরা বগুড়ার শিবগঞ্জে জাতীয় অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন: এমদাদুল আহবায়ক রবি সদস্য সচিব গাইবান্ধা প্রেসক্লাব’র কমিটি গঠিত

মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল : আটক ৫

মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল : আটক ৫
মশাহিদ আহমদ, মৌলভীবাজার

 

মৌলভীবাজারে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদার সুচিকিৎসা প্রদান ও নিঃশর্ত মুক্তির দাবীতে স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলা শাখার উদ্যাগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গত ২২ জুলাই দুপুরে। জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও পৌর কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরীর নেতৃতে মিছিলটি শহরের চাঁদনীঘাট ব্রীজ এর সম্মুখ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে চৌমুহনা সমশেরনগর রোড হাতিলের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও পৌর কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরীর সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি সাম্মির হাবিব চৌধুরী রবিন এর পরিচালনায় বক্তব্য রাখেন- জেলা স্বেচ্ছাসবেক দল নেতা আহমেদ আহাদ, আবু বকর, শহীদ আহমদ, আমিরুল ইসলাম শাহেদ, মিল্লাদ হোসেন, ঝাড়– মিয়া, টিটু দাস, সৈয়দ ময়নু হোসেন, জেলা স্বেচ্ছাসবেক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জসিম উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদুর রহমান শাহান, শামসুল ইসলাম প্রমুখ। বক্তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদাজিয়া কে কারাগারে বন্দি রেখে বাংলাদেশের জনগন কোন নির্বাচন মেনে নিবে না। আমরা সরকারের নিকট দেশ নেত্রীর নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসা নিশ্চিত করার জোর দাবী জানান। এ সময় দুপুর সাড়ে ১২ টার দিকে শহরের শমসেরনগর রোডে থেকে মৌলভীবাজার মডেল থানা পুলিশ ঘটনাস্থল  থেকে ৫ স্বেচ্ছাসেবক দলের কর্মী লেবু মিয়া (৪৫),কাওছার আহম্মদ (২৬), মো: রাজু (২৭),সবুজ মিয়া (৩৫) ও ও য়াহীদ মিয়া (২৭) আটক করে থানায় নিয়ে আসেন। মৌলভীবাজার মডেল থানার ওসি সোহেল আহম্মদ  ৫দলীয় কর্মীকে আটকের সত্যতা স্বীকার করেন।

Share Button

     এ জাতীয় আরো খবর