May 29, 2024, 8:49 pm

সংবাদ শিরোনাম
রংপুর সিটির তিন মাথায় নির্মাণ শ্রমিকের মৃত্যু, ইউপি চেয়ারম্যান ও ভবন মালিকের যোগসাজসে গোপনে লাশ দাফন আদমদীঘির ধান শরিয়তপুরে উদ্ধার; গ্রেপ্তার-২ অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৬ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান এলাকা হতে গাঁজা ও বিদেশী পিস্তলসহ কুখ্যাত অস্ত্রধারী মাদক ব্যবসায়ী সাগর’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কায় চালকের মৃত্যু ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে উপকুলের সতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত কুড়িগ্রামে বেবী তরমুজের চাষে তিন মাসে আয় দেড় লাখ টাকা মাঝরাত্রে প্রবাসীর ঘরে ঢুকে স্ত্রীও মা কে ছুরি মেরে পালালো দুর্বৃত্তরা বগুড়ার শিবগঞ্জে জাতীয় অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন: এমদাদুল আহবায়ক রবি সদস্য সচিব গাইবান্ধা প্রেসক্লাব’র কমিটি গঠিত

মেয়র পার্থী মামুন মোল্লার রাজশাহী তানোর পৌরসভার বিভিন্ন মুন্দিরে শুভেচ্ছা বিনিময় ও অনুদান প্রদান

রুহুল আমীন খন্দকার  রাজশাহী  ব্যুরো প্রধান :

সনাতন ধর্মাম্বলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে নবমির দিন গত ১৮ আক্টবর ২০১৮ ইং বৃহস্পতিবার সন্ধা সাড়ে ৬টা থেকে রাজশাহী তানোর পৌরসভার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা ও মত বিনিময় করেছেন তানোর পৌরসভার মেয়র পার্থী মেসার্স রনক ট্রেডার্সের সত্বাধীকারী মামুন মোল্লা।তিনি তার ব্যাক্তিগত তহবিল থেকে শীবতলা কেন্দ্রীয় মুন্দির, গোল্লাপাড়া বাজার মুন্দির, হরিদেবপুর মুন্দির, তালোন্দ কলেজ মুন্দির, সোমাশপুর মোড়ের মুন্দির, গোকুল মুন্দির, চাঁপড়া মুন্দির, কালিগঞ্জ বাজার মুন্দির, মাসিন্দা মুন্দির, আকচাঁ মুন্দির সহ বিভিন্ন পূজা মন্ডপে আর্থিক অনুদান প্রদান করেন। পাশা পাশি মামুন মোল্লা হিন্দু সম্প্রদায়ের বাৎসরিক দূর্গা উৎসবে তাদের যাবতীয় খোজ খবর নেন। সেই সময় তার সাথে ছিলেন আমশো গ্রামের, শাহাবান মন্ডল, সোহেন মমন্ডল, শিরাজুল ইসলাম, আমশো সরকার পাড়ার মিজানুর রহমান, তানোর পৌর এলাকার মোস্তাফিজার রহমান, সোহানুল হক ও ইকবাল হোসেন, সিন্দুকায় গ্রামের শরিফুল ইসলাম, সোমাশ পুরের আঃ রহিম, গোকুল গ্রামের সাইদুল ইসলাম, তালোন্দ গ্রামের শিক্ষক আঃ ছালাম, চাপড়া গ্রামের বাবলু কবিরাজ, ধানতৈড় গ্রামের সাঈু প্রমুখ।

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১৯ অক্টোবর ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর