April 29, 2024, 10:44 pm

সংবাদ শিরোনাম
সারাদেশের মতো রংপুরের বাজার নিয়ন্ত্রণে রয়েছে ভোক্তার ডিজি আবাম ফাউন্ডেশনের উদ্যোগে হাফেজ ও এতিমদের মাঝে পোশাক ও সেলামী প্রদান কক্সবাজার টিসিবির পণ্য মজুদ ও বিক্রির অপরাধে এক লাখ টাকা জরিমানা দুস্থদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ এবার কলাপাড়ায় দেখা মিললো বিলুপ্তপ্রায় উড়ন্ত লাউডগা সাপের কুড়িগ্রামের উলিপুরে বাঁশের বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দিলেন প্রভাবশালী কুড়িগ্রামে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি- ২০২২ প্রদান নিয়মিত বাজার মনিটরিংয়ে পণ্যের দাম কমছে :রংপুরে ভোক্তা ডিজি ব্রহ্মপুত্র নদে আড়াই মাস ধরে চিলমারী-রৌমারী ফেরি চলাচল বন্ধ বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
শোয়েব আখতার-তামিম ইকবাল। ফাইল ছবি

মনে হচ্ছিল শোয়েব আখতার আমাকে মেরেই ফেলবে- তামিম ইকবাল

ডিটেকটিভ স্পোর্টস ডেস্কঃ

শোয়েব আখতার-তামিম ইকবাল।ফাইল ছবি

বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বলছেন, আমি অনেক ফাস্ট বোলারের মুখোমুখি হয়েছি এবং ১৫০ কিলোমিটার গতির ডেলিভারিও খেলেছি।কিন্তু আমি ভয় পেয়েছিলাম যখন আমি কেনিয়াতে ২০০৭ সালে ত্রিদেশীয় সিরিজে শোয়েব আখতারের মুখোমুখি হয়েছিলাম।সেদিন আমার মনে হয়েছিল, সে আমাকে মেরে শেষ করে ফেলবে।গত ১০ মে ২০২০ ইং তারিথ রোববার রাতে জাতীয় দলের তিন অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়, খালেদ মাহমুদ সুজন ও হাবিবুল বাশার সুমনের সঙ্গে ফেসবুক লাইভে এ কথা বলেন তামিম ইকবাল।২০০৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে প্রতি ঘণ্টায় ১৬১.৩ কিমি গতিতে বল করে ইতিহাস গড়েন শোয়েব আখতার। সেই বছরই পাকিস্তান সফরে গিয়ে শোয়েবের তোপের মুখে পড়ে বাংলাদেশ দল।পেশোয়ার টেস্টে শোয়েব আখতার একাই নেন ১০ উইকেট। সে ম্যাচের প্রথম ইনিংসে ৫০ রানে ৬ উইকেট শিকার করেন শোয়েব। সেই ইনিংসে বাংলাদেশ দলের অধিনায়ক খালেদ মাহমুদ সুজন শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে করেন ২৫ রান।তামিম ইকবালের সঙ্গে ফেসবুক লাইভে ২০০৩ সালের সেই স্মৃতি মনে করে খালেদ মাহমুদ সুজন বলেন, অনেকেই আমার কথা বিশ্বাস করে না, অনেককেই বিশ্বাস করাতেও পারি না, সেদিন শোয়েবের প্রথম বল আমি আসলে চোখেই দেখিনি।সুজনের এমন মন্তব্যের পর তামিম বলেন, আমি যখন প্রথম শোয়েব আখতারের মুখোমুখি হই, আমার কাছে মনে হয়েছিল সে আমাকে মেরেই ফেলবে।

প্রাইভেট ডিটেকটিভ/১২ মে ২০২০/ইকবাল

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর