May 20, 2024, 4:44 am

সংবাদ শিরোনাম
শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ১৯,৬০০ কেজি ভারতীয় চিনিসহ ০৩ জন গ্রেফতার উখিয়ায় রোহিঙ্গা শিবিরে অভিযানে ৪ আরসা সদস্য অস্ত্রসহ গ্রেফতার রাজধানীর ডেমরা এলাকা হতে আনুমানিক ছয় কোটি টাকা মূল্যমানের ৮৬০০ লিটার বিদেশী মদসহ ০৩ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ উলিপু‌রে পাঁচ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক কাউনিয়ায় (ব্লাস্ট) এর উদ্দোগে ধর্মীয় সম্প্রীতির উপরে আলোচনা সভা কুড়িগ্রামে ১ টাকায় ১০ টি পরিবেশ বান্ধব পাখা বিক্রি করছে ফুল জৈন্তাপুরে গভীর রাতে পুলিশের অভিযানে ৬১৫ বোতল মদ ৮ কেজী গাঁজা উদ্ধার রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে ০৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ ক্ষেতলালে কলেজ প্রতিষ্ঠাতার মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার্কেল হিসেবে সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানার যোগদান

ভোলার ভেদুরিয়ায় গৃহবধুর উপর মধ্যযুগীয় কায়দায় হামলা

ভোলা জেলা প্রতিনিধি :

ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নে এক গৃহবধুর উপর মধ্যযুগীয় কায়দায় হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। আহতের পারিবারিক সূত্রে জানাগেছে, ভেদুরিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পাটোয়ারী বাড়ীতে ৮ শতাংশ জমিতে মৃত আবদুল হকের ছেলে ঝিলন প্রায় ৩০ বছর যাবৎ ঘর দরজা, পুকুর, বাগান বাগীচা সৃজন করে ছেলে সন্তান নিয়ে শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসছিল। কিছু দিন পূর্বে ঝিলনের ভোগ দখলীয় বসত ঘর ও জমির উপর লোলুপ দৃষ্টি পরে স্থানীয় ভূমিদস্যু চক্রের মূল হোতো হাবীবুর রহমানের ছেলে বশির গংদের। বিগত দিনে বশির ও তার পালিত ক্যাডার বাহিনী ঝিলন ও তার পরিবারকে তাদের বসত ভিটা হতে উৎখাত করার জন্য হামলা মমলা সহ বিভিন্ন সড়যন্ত্রের জাল বুনতে থাকে। কোন ভাবেই ঝিলন ও তার পরিবারকে এলাকা ছাড়া করতে পারছিলনা না ভূমিদস্যুরা। গত ১৪ মে ২০১৯ তারিখ দুপুরে ঝিলনের সাথে জমিসংক্রান্ত বিরোধ নিয়ে বাক বিতন্ড হয় বশির গংদের সাথে। এসময় এর সূত্র ধরে বশির, হেজু, কালু মোল্লা, জুয়েল, ইব্রাহীমসহ ৭/৮ জনের একটি সন্ত্রাসীদল দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে ঝিলনের উপর হামলা চালায়। এমতাবস্থায় ঝিলনের স্ত্রী হনুফা বেগম স্বামীকে বাঁচাতে এলে সন্ত্রাসীরা তাকে লোহার রড দ্বারা পিটিয়ে শরীরের বিভিন্ন যায়গা ফুলা জখম করে। উল্লেখ্য সন্ত্রাসীদের লোহার রডের আঘাতে হনুফার মেরুদন্ডের দুইটি হাড় ভেঙ্গে যায়। পরে স্থানীয়রা তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। অন্য দিকে ভূমিদস্যু বশির পূর্বের ন্যায় ঝিলনের পরিবারকে মিথ্যা মমলায় ফাঁসানোর জন্য ঘটনার পর নিজে থেকে আহত হয়ে ভোলা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। স্থানীয় সূত্রে আরো জানাগেছে, এলাকার চিহ্নিত সন্ত্রাসী বশির গংরা বিগত দিনে একাধিকবার ঝিলন ও তার পরিবারের লোকজনকে অন্যায় ভাবে পিটিয়ে গুরুতর অহত করেছে। অন্যদিকে তারা এখন পর্যন্ত ঝিলনদের ৪ শতাংশ জমি প্রভাব খাটিয়ে জবর দখল করে আছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন দিন মজুর ঝিলন ও তার পরিবার।

প্রাইভেট ডিটেকটিভ/ ১৯ মে ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর