April 29, 2024, 10:15 pm

সংবাদ শিরোনাম
সারাদেশের মতো রংপুরের বাজার নিয়ন্ত্রণে রয়েছে ভোক্তার ডিজি আবাম ফাউন্ডেশনের উদ্যোগে হাফেজ ও এতিমদের মাঝে পোশাক ও সেলামী প্রদান কক্সবাজার টিসিবির পণ্য মজুদ ও বিক্রির অপরাধে এক লাখ টাকা জরিমানা দুস্থদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ এবার কলাপাড়ায় দেখা মিললো বিলুপ্তপ্রায় উড়ন্ত লাউডগা সাপের কুড়িগ্রামের উলিপুরে বাঁশের বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দিলেন প্রভাবশালী কুড়িগ্রামে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি- ২০২২ প্রদান নিয়মিত বাজার মনিটরিংয়ে পণ্যের দাম কমছে :রংপুরে ভোক্তা ডিজি ব্রহ্মপুত্র নদে আড়াই মাস ধরে চিলমারী-রৌমারী ফেরি চলাচল বন্ধ বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

ভারতে মৃত্যু স্ত্রীর মূর্তিতে পুজা

আন্তর্জাতিক ডেস্কঃ

স্ত্রীর অন্তিম মূহুর্তের ইচ্ছা অনুযায়ী মন্দির তৈরি করেছিলেন ভারতের কর্নাটক রাজ্যের চামরাজনগর জেলার কৃষ্ণপুর গ্রামের রাজু ওরফে রাজুস্বামী। পরে সেই মন্দিরে প্রয়াত স্ত্রী রাজাম্মার মূর্তি স্থাপন করেন তিনি। এর পর থেকে মন্দিরের দেবদেবীর সঙ্গে স্ত্রীর মূর্তির পুজা করেন তিনি।
২০০৬ সালে মন্দির তৈরির কাজ সম্পূর্ণ হয়। মন্দিরে নিজের হাতে স্ত্রী রাজাম্মার মূতি তৈরি করেন। এ ছাড়া মন্দিরে শনিশ্বরা (শনি দেবতা), সিদ্দাপাজ্জি, নবরাগ ও দেবতা শিবের মূর্তি রয়েছে। সেখানে গত ১২ বছর ধরে রাজু অন্য দেবতার মূর্তির সঙ্গে স্ত্রীর মূর্তিতেও পুজা করেন।
তিন একর জমির মালিক রাজু বলেন, বাবা-মার অমতে তিনি তার বোনের মেয়েকে বিয়ে করেছিলেন। এই বিয়ের বিরোধিতা করেননি তার বোন ও ভগ্নিপতি। সেজন্যই তিনি রাজাম্মাকে বিয়ে করতে পেরেছিলেন।  বিয়ের কয়েকদিন পরেই স্ত্রী রাজুকে গ্রামে একটা মন্দির তৈরি করে দিতে বলেন। কিন্তু মন্দির তৈরির কাজ সম্পূর্ণ হওয়ার আগেই মারা যান রাজুর স্ত্রী। এরপরই মন্দিরে স্ত্রীর মূর্তি বসানোর সিদ্ধান্ত নেন রাজু। তার কাছে ওই মন্দির হয়ে উঠেছে ‘প্রেমের মন্দির’। গ্রামের অনেকেই এর বিরোধিতা করেছিল। কেউ কেউ রাজুর সঙ্গে বিষয়টি নিয়ে কথাও বলেন। কিন্তু সিদ্ধান্ত থেকে টলানো যায়নি রাজুকে।
তিনি বলেন, ‘তার স্ত্রী নিজের মৃত্যুর কথা আগাম জানিয়েছিলেন। রাজুর বিশ্বাস, তার স্ত্রীর বিশেষ দৈবশক্তি ছিল। এই কারণেই তিনি মূর্তি গড়ে স্ত্রীর উপাসনা করছেন।
প্রাইভেট ডিটেকটিভ/২৪ফ্রেরুয়ারী২০১৮/ইকবাল
Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর