May 20, 2024, 7:30 am

সংবাদ শিরোনাম
শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ১৯,৬০০ কেজি ভারতীয় চিনিসহ ০৩ জন গ্রেফতার উখিয়ায় রোহিঙ্গা শিবিরে অভিযানে ৪ আরসা সদস্য অস্ত্রসহ গ্রেফতার রাজধানীর ডেমরা এলাকা হতে আনুমানিক ছয় কোটি টাকা মূল্যমানের ৮৬০০ লিটার বিদেশী মদসহ ০৩ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ উলিপু‌রে পাঁচ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক কাউনিয়ায় (ব্লাস্ট) এর উদ্দোগে ধর্মীয় সম্প্রীতির উপরে আলোচনা সভা কুড়িগ্রামে ১ টাকায় ১০ টি পরিবেশ বান্ধব পাখা বিক্রি করছে ফুল জৈন্তাপুরে গভীর রাতে পুলিশের অভিযানে ৬১৫ বোতল মদ ৮ কেজী গাঁজা উদ্ধার রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে ০৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ ক্ষেতলালে কলেজ প্রতিষ্ঠাতার মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার্কেল হিসেবে সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানার যোগদান

বোয়ালমারীতে নবম শ্রেনীর ছাত্রী গণধর্ষণের শিকার থানায় মামলা আটক ৪

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) থেকে ঃ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের গোহাইলবাড়ি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর এক ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে। প্রেমিকের সাথে দেখা করতে গিয়ে পাঁচ বন্ধুর দ্বারা পাশবিকতার শিকার হয় ওই ছাত্রী।মঙ্গলবার ২৮.০১.২০ রাত সাড়ে আটটা থেকে ১১টা পর্যন্ত এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে চারজনকে আটক করেছে। এ ঘটনায় ওই ছাত্রী বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছে। মামলা নং ২৪। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. শাহিদুল ইসলাম বুধবার সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভিকটিমকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে।বোয়ালমারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম জানান, মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বাবুখালী গ্রামের বাবু মোল্যার ছেলে নাসির মোল্যার সাথে মোবাইল ফোনে প্রেম হয় ওই স্কুল ছাত্রীর। ঘটনার দিন প্রেমিক নাসির দেখা করতে এসে মেয়েটিকে নৌকায় পার করে মধুমতি নদীর চরে নিয়ে যায়। সেখানে প্রেমিক নাসিরসহ ঘোষপুর ইউনিয়নের লংকারচর গ্রামের ভীম চন্দ্র মন্ডলের ছেলে হৃদয় মন্ডল (১৯), নিখিল চন্দ্র মন্ডলের ছেলে তারক চন্দ্র মন্ডল (২০), সঞ্জিত মন্ডলের ছেলে সৈকত মন্ডল (১৯), এবং সোহরাব মোল্যার ছেলে নাসির হোসেন মোল্যা (৩০) পালাক্রমে ধর্ষণ করে। পুলিশ লংকারচর নিচুপাড়া আখড়াবাড়ি মন্দিরের সামনে থেকে বুধবার সন্ধ্যায় নাসির মোল্যা, তারক মন্ডল ও সৈকত মন্ডলকে এবং বৃহস্পতিবার সকালে ফরিদপুরে চিকিৎসাধীন ভিকটিমের সাথে দেখা করতে এসে প্রেমিক নাসির মোল্যাকে (২২) গ্রেপ্তার করি।বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান বলেন, খবর পেয়েই পুলিশ তিন আসামিকে গ্রেফতার করে। ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসা সেবা দেয়া হয়। বাকি আসামিদের গ্রেফতারে তৎপরতা অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত তিন আসামিকে আজ বৃহস্পতিবার আদালতে চালান দেয়া হবে।
বোয়ালমারীতে কেন্দ্র ফি’সহ দাখিল পরীক্ষার্থীদের নিকট
অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) থেকেঃ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ডোবরা সিদ্দিকীয়া সিনিয়র আলিম মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের নিকট থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার ২৯.০১.২০ উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করে ওই মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীরা।লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মাদ্রাসা শিক্ষাবোর্ড ধার্যকৃত পরীক্ষার্থী প্রতি ২ হাজার ২ শ টাকার পরিবর্তে ২ হাজার ৯৮৫ টাকা নিয়েছে মাদ্রাসা কতৃপক্ষ। তবে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল হাসান জানান, অতিরিক্ত ক্লাস (কোচিং) বাবদ ৫শ টাকা করে নেয়া হয়েছিল। যা উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে আগামী সোমবার ৩ ফেব্রুয়ারী পরীক্ষার্থীদের ফেরত দেয়া হবে। বিষয়টির সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ বলেন, লিখিত অভিযোগের ভীত্তিতে মাদ্রাসাটির পরীক্ষার্থী ও অধ্যক্ষকে আমার কার্যালয়ে ডেকে ছিলাম। অতিরিক্ত টাকা ফেরত দেয়ার নির্দেশ দিয়েছি। উল্লেখ্য, এ বছর ওই মাদ্রাসা থেকে ৪১ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেবে। এছাড়াও উপজেলার সকল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের নিকট থেকে কেন্দ্র ফি’র নামে পরীক্ষার্থী প্রতি ৪২৫ টাকা করে আদায় করা হচ্ছে।

প্রাইভেট ডিটেকটিভ/৩০ জানুয়ারি ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর