May 20, 2024, 4:55 pm

সংবাদ শিরোনাম
রংপুর খামার মোড়ে প্রবাসীর বাসায় হামলার চেষ্টা, আতংকে ভুক্তভোগী পরিবার ইসলামপুরে যমুনা পাড়ের হত দরিদ্রদের মাঝে বকনা গরু বিতরণ কক্সবাজার র‍্যাব-১৫ অভিযানে ৭ লক্ষ ইয়াবাসহ আটক ৪ ভোটারদের ভোট কেন্দ্রে যাবার সময় বাধা দিলে ৯৯৯ জানালেই নেওয়া হবে ব্যবস্থা শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ১৯,৬০০ কেজি ভারতীয় চিনিসহ ০৩ জন গ্রেফতার উখিয়ায় রোহিঙ্গা শিবিরে অভিযানে ৪ আরসা সদস্য অস্ত্রসহ গ্রেফতার রাজধানীর ডেমরা এলাকা হতে আনুমানিক ছয় কোটি টাকা মূল্যমানের ৮৬০০ লিটার বিদেশী মদসহ ০৩ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ উলিপু‌রে পাঁচ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক কাউনিয়ায় (ব্লাস্ট) এর উদ্দোগে ধর্মীয় সম্প্রীতির উপরে আলোচনা সভা কুড়িগ্রামে ১ টাকায় ১০ টি পরিবেশ বান্ধব পাখা বিক্রি করছে ফুল

বান্দরবানে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী নিহত

বান্দরবানে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী নিহত

রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি


বান্দরবানে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী ২জন নিহত হয়েছে। রবিবার রাত সাড়ে ৯ টার দিকে শহরের টিএন্ডটি পাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটনা ঘটে। নিহতরা হলেন- সুমন তঞ্চঙ্গ্যা (২৪) ও অভিজিত তঞ্চঙ্গ্যা (১৮)। তারা উভয়ই জেলার রোয়াংছড়ি উপজেলার আলেক্ষ্যং ইউনিয়নের বটতলী পাড়ার বাসিন্দা।

স্থানীয়রা জানায়, রাত ৯টার দিকে বান্দরবান-কেরানীহাট প্রধান সড়কে বিকট শব্দ হলে আমরা দৌড়ে এসে ২ মোটর সাইকেল আরোহিকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে সাথে সাথে বান্দরবান ফায়ার সার্ভিসে খবর দিই। ট্রাক ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে হতে পারে বলে স্থানীয়রা ধারণা করছে।

বান্দরবান সদর থানার ওসি মো: শহিদুল ইসলাম জানান, দুই মোটর সাইকেল আরোহীর দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিক ভাবে নিয়ন্ত্রণ হারিয়ে এ দূর্ঘটনার কারণ বলে ধারণা করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

বান্দরবান ফায়ার সার্ভিস এর ষ্টেশন অফিসার ফরহাদ জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দুই মোটর সাইকেল আরোহীকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এদিকে এই মর্মান্তিক মোটর সাইকেল দূর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বান্দরবান পৌরসভার মেয়র ইসলাম বেবী, পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাস সহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

Share Button

     এ জাতীয় আরো খবর