May 20, 2024, 7:06 am

সংবাদ শিরোনাম
শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ১৯,৬০০ কেজি ভারতীয় চিনিসহ ০৩ জন গ্রেফতার উখিয়ায় রোহিঙ্গা শিবিরে অভিযানে ৪ আরসা সদস্য অস্ত্রসহ গ্রেফতার রাজধানীর ডেমরা এলাকা হতে আনুমানিক ছয় কোটি টাকা মূল্যমানের ৮৬০০ লিটার বিদেশী মদসহ ০৩ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ উলিপু‌রে পাঁচ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক কাউনিয়ায় (ব্লাস্ট) এর উদ্দোগে ধর্মীয় সম্প্রীতির উপরে আলোচনা সভা কুড়িগ্রামে ১ টাকায় ১০ টি পরিবেশ বান্ধব পাখা বিক্রি করছে ফুল জৈন্তাপুরে গভীর রাতে পুলিশের অভিযানে ৬১৫ বোতল মদ ৮ কেজী গাঁজা উদ্ধার রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে ০৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ ক্ষেতলালে কলেজ প্রতিষ্ঠাতার মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার্কেল হিসেবে সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানার যোগদান

ফাইতং ইউনিয়নে মো: এখলাস নামেএকদল সন্ত্রাসী ও ছিনতাইয়ে সময় এক গাড়ি ড্রাইভার মো: নাছির উদ্দিনকের দারালো রামদা,রড,মাতুল দিয়ে গুরুত্ব আহত ও হামলা ঘটনা ঘঠেছে

উচহ্লা মারমা,বান্দরবান জেলা প্রতিনিধিঃ
গত ১৬/০৭/২০২০ ইং রোজ বৃহস্পতিবার  রাত ১০:৩০ মিনিটের সময় একজন সন্ত্রাসী মো:এখলাছ(২৮) পী:কবির আহমদ(৫৮) পুত্র ও একদল সন্ত্রাসী কতৃক মো নাছির উদ্দিন গাড়ি ড্রাইভার, ভাড়া মাড়িয়া পায়ে হেঁটে বাড়ি যাওয়ার সময় নাছির উদ্দিনের থেকে টাকা ছিনতাইয়ের সময় চিংকার দিলে তাকের দারালো  লোহার রড, মাতুল,দাঁ ও লাঠিসুতা দিয়ে  হামলার চালাই। পরে আহত নাছির উদ্দিন চিংকা শোনা পর আহত  ব‍্যাক্তি( মো:নাছির উদ্দিনের ) বোন শাহাজান বেগম ছুটে আসলে তাকেও এলোপাথাড়ি ভাবে রডে বাঁরি হামলা করা হয়। এবং ঘটনা পরে আহত পরিবারের আরো লোকজন ও স্থানীয় পাড়া বাসি এসে আহত ব‍্যাক্তি নাছির উদ্দিন অজ্ঞাত অবস্থায়  ও শাহাজান বেগমকে আহত অবস্থায় চকরিয়া উপজেলায় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।  পরে তাকের উন্নত চিকিৎসার ও মেরুদণ্ড পরীক্ষা জন‍্য চিটাগাং মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার হয়। আহত ব‍্যক্তি ছোট ভাই মো: হেলাল উদ্দিন জানান :- আমার ভানি ঘটনা শুনে মোবাইলে ফোন করলে ছুটে গেলে আমার বড় ভাই  মো: নাছির ড্রাইভার ও বড় বোন  শাহাজান বেগমকে আহত অবস্থায় দেখতে পেলে আমি তক্ষণি স্থানীয় পুলিশ ফাঁড়িতে মোবাইল ফোনের ঘটনা জানাইলে ফাঁড়ি ইন্চার্জ মো: হুমায়ুন সাহেব অসুস্থ কারণে ঘটনা স্থানে যাইতে  না পারাই, আহতদেরকের চিকিৎসা জন‍্য হাসপাতালে  নিয়ে যাওয়া বললে আমরা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে গিয়ে আমার বড় ভাই জ্ঞান ফিরলে আমাদেরকে জানান স্থানীয় সন্ত্রাসী ও ছিনতাইকারী মো: এখলাস আমার বড় ভাই থেকেই ১৭৭০০(সতের হাজার সাতশত) টাকা নিয়ে ফেলে এবং আমি চিংকার করলে আমাকে এলোপাথাড়ি হামলার চালাই। পরে আমার বোনকে এরা হামলা চালাই বলে অাহত ও অভিযোগ  পরিবার ঘটনা সত‍্যতা জানাই।মো: হেলাল উদ্দিন আরো জানাই:-  আমার বড়বোন শাহাজান বেগম (৩৯)বাদী হয়ে বিবাদী ১নং মো: এখলাস(২৮), ২নং কবির আহমদ(৫৮), ৩নং বেলাল উদ্দিন(৩০), ৪নং জসিম উদ্দিন(৩৫) ( প্রকাশ সুনামিয়া ), ৫নং আলম মিয়া(২৬), ৬নং শাহ আলম(২৪) উভয় পিতা কবির আহমদ নামে স্থানীয় লামা থানা লিখিত অভিযোগ ও মামলা দায়ী করেছেন।এবং আরো জানান, মো: এখলাস বিভিন্ন অপকর্মে জড়িত ও এলাকায় জোয়া,মাদক সেবন ও মাদক ব‍্যবসা, নারী দর্ষণ ও নির্যাতনে দাগে আসামী বলে জানা যায় ও আরো বিভিন্ন সমাজের অপকর্মের সাথে জড়িত বলে অভিযোগ আছে।
প্রাইভেট ডিটেকটিভ/২০ জুলাই ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর