May 20, 2024, 4:46 am

সংবাদ শিরোনাম
শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ১৯,৬০০ কেজি ভারতীয় চিনিসহ ০৩ জন গ্রেফতার উখিয়ায় রোহিঙ্গা শিবিরে অভিযানে ৪ আরসা সদস্য অস্ত্রসহ গ্রেফতার রাজধানীর ডেমরা এলাকা হতে আনুমানিক ছয় কোটি টাকা মূল্যমানের ৮৬০০ লিটার বিদেশী মদসহ ০৩ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ উলিপু‌রে পাঁচ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক কাউনিয়ায় (ব্লাস্ট) এর উদ্দোগে ধর্মীয় সম্প্রীতির উপরে আলোচনা সভা কুড়িগ্রামে ১ টাকায় ১০ টি পরিবেশ বান্ধব পাখা বিক্রি করছে ফুল জৈন্তাপুরে গভীর রাতে পুলিশের অভিযানে ৬১৫ বোতল মদ ৮ কেজী গাঁজা উদ্ধার রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে ০৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ ক্ষেতলালে কলেজ প্রতিষ্ঠাতার মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার্কেল হিসেবে সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানার যোগদান

পিরোজপুরে স্বরূপকাঠীতে মুক্তিযোদ্ধা গ্রেফতার

অনিমেশ হালদার,পিরোজপুর জেলা প্রতিনিধিঃ

প্রতিকি ছবি

স্বরূপকাঠীর সোহাগদল গ্রামের একতা বাজার সংলগ্ন বেপারী বাড়ির ১১ ও ১০ বছরের দুই কন্যা শিশুর শ্লীলতাহানীর অভিযোগে ফজলুল হক বেপারী নামের এক মুক্তিযোদ্ধাকে গ্রেফতার করেছে নেছারাবাদ থানা পুলিশ। অভিযোগ সূত্রে জানা যায়, অভিযোগকারীগণ ও অভিযুক্ত একই বাড়ির লোক সম্পর্কে দাদা নাতনী। গত ১৫ ও ১৬ মে প্রথমে ১০ বছরের ও পরে ১১ বছরের দুই চাচাতো বোনকে ফল খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাগানে নিয়ে যায় এবং তাদের শ্লীলতাহানী করে। পরে বিষয়টি একই বাড়ির অন্যান্য মেয়েদের  কাছে ছড়িয়ে পড়লে কন্যাদ্বয়ের পিতারা চাচা ভাই হওয়ায় এলাকার মুরব্বিদের সাথে পরামর্শ করে নেছারাবাদ থানায় একত্রে অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনা তদন্ত শেষে অভিযোগটি নেছারাবাদ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এফআইআর ভুক্ত করে  যার নম্বর ০৯, তারিখ ১৮ মে ২০১৯।  ফজলুল হকের বিরুদ্ধে বিগত দিনে এমন অনেক অভিযোগ রয়েছে বলে জানায় এলাকাবাসী কিন্তু তিনি মুক্তিযোদ্ধা ও বয়স্ক হওয়ায় সন্মানের দিকে তাকিয়ে তারা চুপ ছিলেন। এবিষয়ে নেছারাবাদ থানার ডিউটি অফিসার এএসআই শাহ্ আলী বলেন, মুক্তিযোদ্ধা ফজলুল হককে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের শেষে কোর্টে প্রেরণ করা হয়েছে।
প্রাইভেট ডিটেকটিভ/ ১৯ মে ২০১৯/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর