April 29, 2024, 10:28 pm

সংবাদ শিরোনাম
সারাদেশের মতো রংপুরের বাজার নিয়ন্ত্রণে রয়েছে ভোক্তার ডিজি আবাম ফাউন্ডেশনের উদ্যোগে হাফেজ ও এতিমদের মাঝে পোশাক ও সেলামী প্রদান কক্সবাজার টিসিবির পণ্য মজুদ ও বিক্রির অপরাধে এক লাখ টাকা জরিমানা দুস্থদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ এবার কলাপাড়ায় দেখা মিললো বিলুপ্তপ্রায় উড়ন্ত লাউডগা সাপের কুড়িগ্রামের উলিপুরে বাঁশের বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দিলেন প্রভাবশালী কুড়িগ্রামে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি- ২০২২ প্রদান নিয়মিত বাজার মনিটরিংয়ে পণ্যের দাম কমছে :রংপুরে ভোক্তা ডিজি ব্রহ্মপুত্র নদে আড়াই মাস ধরে চিলমারী-রৌমারী ফেরি চলাচল বন্ধ বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

দেড়যূগেও উন্নয়ন না হওয়ায় ছাতকে ৭কি.মি. পাকা সড়ক মেরামত করে রেকর্ড সৃষ্টি

চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ) থেকেঃ
ছাতকে দক্ষিণ খুরমা ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ ২০০১সালে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের জনসভায় একটি ঘটনাকে কেন্দ্র করে এলাকার প্রাচীনতম খুরমা বাজারকে উন্নয়নের আশায় এমপির নামে ‘মানিকগঞ্জ বাজার’ নামকরণ করা হয়। কিন্তু দেড়যূগেও বোকারভাঙ্গা হতে মানিকগঞ্জ বাজার পর্যন্ত ৭কি.মি. পাকা সড়ক মেরামত না করায় তাদের সে আশা দূরাশায় পরিণত হয়। এসড়কে দীর্ঘদিন থেকে যাতায়াত বন্ধ থাকায় অবশেষে বোকার ভাংগা শ্রমিক সংগঠনের উদ্যোগে এলাকার সচেতন নাগরিকের সহযোগিতায় মেরামতের কাজ চলছে। এরাস্তা দিয়ে খাশিপুর, খুরমা, মাধবপুর, ছোট মায়েরকোল, বড় মায়েরকোল, মুনিরজ্ঞাতি, মনিপুর, দড়ারপার, শেওলাপাড়া, মর্যাদ, সিকন্দরপুর, চেগাপাড়া, সেনপুর, ভূইগাঁও, সিংচাপইড় ইউপির বড়-সৈদেরগাঁওসহ আরো ১৫/২০টি গ্রামে হাজার মানুষ প্রত্যহ বোকারভাঙ্গা-মানিকগঞ্জ-মায়েরকূল সড়কে যাতায়াত করে থাকেন। পরিবহন শ্রমিক জয়নাল হাজারী, আঙ্গুর মিয়া, সুজন মিয়া, জসিম উদ্দিন, শফিক উদ্দিন, আমির উদ্দিন, আবুল হোসেন, খলিল আহমদ, ইউসুফ আহমদ, লায়েক আহমদ, সাবেক মেম্বার মুহিবুর রহমান মুহিব, রহিদ আলী, জাহাঙ্গীর, হাছান আহমদ, মুহিবুর রহমান, আব্দুর রউফ, সুমন মিয়া, নজির, শাহজাহান, জুয়েল, কাওছার, আজিরসহ অন্যান্যরা স্বেচ্ছাশ্রমে সড়কটি মেরামত এলাকাবাসির কাছ থেকে সহযোগিতা নিচ্ছেন। তাদের এমহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সর্বস্তরের লোকজন।

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৯মে২০১৮/ইকবাল

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর