May 20, 2024, 4:47 am

সংবাদ শিরোনাম
শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ১৯,৬০০ কেজি ভারতীয় চিনিসহ ০৩ জন গ্রেফতার উখিয়ায় রোহিঙ্গা শিবিরে অভিযানে ৪ আরসা সদস্য অস্ত্রসহ গ্রেফতার রাজধানীর ডেমরা এলাকা হতে আনুমানিক ছয় কোটি টাকা মূল্যমানের ৮৬০০ লিটার বিদেশী মদসহ ০৩ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ উলিপু‌রে পাঁচ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক কাউনিয়ায় (ব্লাস্ট) এর উদ্দোগে ধর্মীয় সম্প্রীতির উপরে আলোচনা সভা কুড়িগ্রামে ১ টাকায় ১০ টি পরিবেশ বান্ধব পাখা বিক্রি করছে ফুল জৈন্তাপুরে গভীর রাতে পুলিশের অভিযানে ৬১৫ বোতল মদ ৮ কেজী গাঁজা উদ্ধার রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে ০৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ ক্ষেতলালে কলেজ প্রতিষ্ঠাতার মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার্কেল হিসেবে সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানার যোগদান

ডিবির পরিদর্শক নিহত সন্ত্রাসীদের গুলি বাসার ভিতর থেকে

প্রাইভেট ডিটেকটিভ ডেস্কঃ

পুলিশের দুই সার্জেন্টের খোয়া যাওয়া দুই অস্ত্র উদ্ধার করতে গিয়েই দুর্বৃত্তের গুলিতে প্রাণ হারিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের ইন্সপেক্টর (পরিদর্শক) জালাল উদ্দিন (৪৮)। গুলিবিদ্ধ হওয়ার দেড় ঘণ্টার মাথায় সোমবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মিরপুর পীরেরবাগের আলিম উদ্দিন স্কুলের পাশে একটি বাসায় অভিযানে গেলে দুর্বৃত্তদের প্রতিরোধের মুখে পড়ে নৃশংসভাবে প্রাণ হারান জালাল। এ ঘটনায় জালালের ঝিনাইদহ জেলার কালীগঞ্জের গ্রামের বাড়িতে এখন মাতম চলছে। গত ১০ জানুয়ারি রাজধানীর মিরপুরের বাসা থেকে সার্জেন্ট মামুনুর রশীদ ও সোহেল রানার সরকারি অস্ত্র দুটি চুরি হয়। বাসার গ্রিল কেটে ভিতরে ঢুকে তাদের অস্ত্র নিয়ে যায় সন্ত্রাসীরা। ওই সময় দুই সার্জেন্ট ছুটিতে ছিলেন। সরেজমিন ঘটনাস্থল ঘুরে ও তদন্ত সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, আলিম উদ্দিন স্কুল থেকে পশ্চিম দিকে এগিয়ে ১০৫/২/এ নম্বর হোল্ডিংয়ে নির্মাণাধীন ৩ তলা ভবন। দুই তলা সম্পন্ন হওয়ার পর তিন তলার চিলেকোঠায় তিনটি কক্ষ। বাড়ির মালিক মৃত হেলাল উদ্দীন। দুই মেয়ে ও এক ছেলের মধ্যে ছোট মেয়ে লিজা বাড়ির বিষয়টি তদারকি করেন। চিলেকোঠার দুটি কক্ষে স্ত্রী ও এক সন্তানকে নিয়ে বসবাস করেন হাসান নামের এক ব্যক্তি। ভাড়া মাসে ৩৭০০ টাকা। কথা হয় ভবনের নিচতলার বাসিন্দা রুমানা ইয়াসমিনের সঙ্গে। তার স্বামী রতন। এ পরিবারটি গত ২ মাস আগে এ বাসায় ওঠে। তারাও হাসানের ব্যাপারে কোনো তথ্য দিতে পারেননি। এলাকায় ভাঙাড়ি ব্যবসায়ী হিসেবে এলাকায় পরিচিত হলেও তার ব্যাপারে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ পুলিশের অস্ত্র চুরির গোপন তথ্য ছিল। সম্প্রতি হাসানের গতিবিধির ওপর নজর রাখছিলেন গোয়েন্দারা। অবশেষে গত সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এসি শাহাদত হোসেন সোমার নেতৃত্বে একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। ঘুটঘুটে অন্ধকার ভেদ করে রেকি করতে দুই ভবনের মাঝখান দিয়ে ছাদে ওঠার চেষ্টা করছিলেন এসি সোমা। তবে কিছুটা সমস্যা হওয়ায় জালাল তাকে বলছিলেন, স্যার আমিই উঠি। দুই তলার বারান্দার কার্নিশে উঠা মাত্রই বিষয়টি আঁচ করতে পেরেছিল দুর্বৃত্তরা। কিছু বুঝে ওঠার আগেই পরিদর্শক জালালের মাথায় পরপর দুটি ইট দিয়ে আঘাত করে তারা। চিৎকার করে উঠেন জালাল।এরপরপরই জালালকে খুব কাছ থেকে অস্ত্র ঠেকিয়ে গুলি করে দুর্বৃত্তরা। পাল্টা গুলি চালান নিচে থাকা এসি সোমার নেতৃত্বে থাকা বাকি সদস্যরা। প্রায় ৪০ রাউন্ড গুলি বিনিময় হয়। ওয়্যারলেসে খবর ছড়িয়ে পড়লে মিরপুর বিভাগ, সোয়াত, কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যায়। তবে এর আগেই পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় পরিদর্শক জালালকে নিয়ে যাওয়া হয় রাজধানীর স্কয়ার হাসপাতালে। চিকিৎসকরা বলেছেন, হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু হয়েছে জালালের।ডিএমপির উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, আমাদের ধারণা ঘটনাস্থলে ৪/৫ জন সন্ত্রাসী ছিল। তারা দুর্ধর্ষ সন্ত্রাসী এবং মাদকাসক্ত। বাসার ছাদে তারা ইয়াবা খাওয়ার আলামত পেয়েছেন। এ ঘটনায় কয়েকজনকে জিজ্ঞাবাদের জন্য আনা হয়েছে। সন্ত্রাসীদের গ্রেফতারের চেষ্টা চলছে।লাশের ময়নাতদন্তের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের ডা. প্রদীপ কুমার বিশ্বাস বলেন, একটি গুলি বাম কানের ঠিক উপর দিয়ে লেগে ব্রেইন ছিন্নভিন্ন হয়ে যায়। আরেকটি গুলি মাথার পাশ দিয়ে লেগে বাইরে চলে যায়। ভিতর থেকে একটি বুলেট বের করা হয়েছে।গতকাল বেলা দেড়টার দিকে রাজারবাগ পুলিশ লাইনস কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাঠের পাশে জালাল উদ্দিনের জানাজা হয়। পুলিশ মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা জানাজায় অংশ নেন। রাজারবাগে জালালের জানাজা শেষে আইজিপি ড. মো. জাবেদ পাটোয়ারী বলেন, জালাল উদ্দিনের খুনিদের অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে।ডিএমপি জানায়, কনস্টেবল হিসেবে ১৯৮৯ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেওয়া জালাল উদ্দিন গত বছর পদোন্নতি পেয়ে পরিদর্শক হন। সর্বশেষ তিনি কাজ করছিলেন ডিবি (পশ্চিম) বিভাগের পল্লবী জোনাল টিমের সঙ্গে। দায়িত্ব পালনে নিষ্ঠার জন্য ২০১৩ সালে প্রধানমন্ত্রীর কাছ থেকে পিপিএম পদক পেয়েছিলেন জালাল উদ্দিন। জানাজা শেষে তার লাশ নিয়ে যাওয়া হয় ঝিনাইদহ কালীগঞ্জে গ্রামের বাড়িতে। বিকালে সেখানেই তাকে দাফন করা হয়। স্কুলপড়ুয়া দুই মেয়ে জান্নাতুল ফেরদৌস তৃপ্তি ও ফারহানা আফরোজ তুর্যা এবং স্ত্রী বীণা পারভীনকে নিয়ে ঢাকার বাসাবো সবুজবাগে থাকতেন।জালালের গ্রামের বাড়িতে মাতম : আমাদের ঝিনাইদহ প্রতিনিধি জানান, নিহত ডিবি ইন্সপেক্টর জালাল উদ্দিনের ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের ভোলপাড়া গ্রামে চলছে মাতম। ছেলের ছুটির অপেক্ষায় দিন গুনছিলেন বৃদ্ধা মা আয়েশা বেগম। ছেলে ঠিকই এলো। কিন্তু জীবিত নয়, কফিনবন্দী হয়ে। জালালের দুই মেয়ের বড়টির নাম তৃপ্তি। সে ঢাকা ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণিতে পড়ে। ছোট মেয়ে তুর্যা একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। বাবার মৃত্যুতে দুই মেয়ে এখন পাগলপ্রায়। ভোলপাড়া গ্রামের মৃত বিশারত মণ্ডলের ৭ সন্তানের মধ্যে জালাল উদ্দিন ছিলেন ৩ নম্বর। তারা ৫ ভাই ও দুই বোন। গ্রামের বাড়িতে যৌথ পরিবার হিসেবে অন্যান্য ভাইয়েরাও একসঙ্গে বসবাস করেন। কোনোভাবেই পরিবারটি মেনে নিতে পারছে না এই মৃত্যু সংবাদ।জালালের বৃদ্ধা মা আয়েশা খাতুন ছেলের ছবি নিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন আর বলছেন, আমার ছেলের সঙ্গে আর দেখা হবে না। আমাকে না বলে আমার জালাল আমার আগে চলে গেল। দুই তলা বাড়ি থুয়ে কোন তলায় যাচ্ছেরে। এই বাড়িটিতে তুই আমাকে রাখতে চেয়েছিলি। এখন আমি কার সঙ্গে থাকব।

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২১মার্চ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর