May 30, 2024, 4:28 am

সংবাদ শিরোনাম
রংপুর সিটির তিন মাথায় নির্মাণ শ্রমিকের মৃত্যু, ইউপি চেয়ারম্যান ও ভবন মালিকের যোগসাজসে গোপনে লাশ দাফন আদমদীঘির ধান শরিয়তপুরে উদ্ধার; গ্রেপ্তার-২ অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৬ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান এলাকা হতে গাঁজা ও বিদেশী পিস্তলসহ কুখ্যাত অস্ত্রধারী মাদক ব্যবসায়ী সাগর’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কায় চালকের মৃত্যু ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে উপকুলের সতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত কুড়িগ্রামে বেবী তরমুজের চাষে তিন মাসে আয় দেড় লাখ টাকা মাঝরাত্রে প্রবাসীর ঘরে ঢুকে স্ত্রীও মা কে ছুরি মেরে পালালো দুর্বৃত্তরা বগুড়ার শিবগঞ্জে জাতীয় অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন: এমদাদুল আহবায়ক রবি সদস্য সচিব গাইবান্ধা প্রেসক্লাব’র কমিটি গঠিত

চিলমারীতে যত্ন প্রকল্পের অর্থ বিতরন

আরিফুল ইসলাম সুজন,চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে আইএসপিপি-যত্ন প্রকল্পের সুবিধাভুগিদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে। স্থানীয় সরকার ,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় এর উদ্যোগে থানাহাট ইউনিয়নের ১ হাজার ৯শ ১০ জন এর মাঝে ৮৮ লক্ষ ২৬ হাজার নগদ অর্থ বিতরন করা হয়। রবিবার সকালে বালাবাড়ী হাট বি এল উচ্চ বিদ্যালয় মাঠে অর্থ বিতরন অনুষ্ঠানের উদ্বোধন করেন যত্ন প্রকল্পের উপ-পরিচালক (উপ-সচিব) মোঃ মনিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়াম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, উপজেলা নির্বাহী অফিসার এ,ডব্লিউ , এম রায়হান শাহ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আছমা বেগম, থানাহাট ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিলন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ফরিদ প্রমুখ।

চিলমারীতে বাসা বাড়ী চুরির ঘটনায় গ্রেফতার এক
আরিফুল ইসলাম সুজন,চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে বাসা বাড়ী চুরির দায়ে আনোয়ারুল নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে চিলমারী থানা পুলিশ। গত ১১ ফেব্রুয়ারী রাত আনুমানিক ১২ টার দিকে তার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আনোয়ারুল উলিপুর উপজেলার চুনিয়ার পাড় গ্রামের আমজাদ হোসেনের পুত্র।
পুলিশ সুত্রে জানা যায়, গত (৩০ জানুয়ারী ) বৃহস্পতিবার গভীর রাতে চিলমারী উপজেলার বালাবাড়ী হাট কিশামত বানু এলাকার রাজ্জাক হোসেন আনছারী হিরন এর বাসার দরজা ভেঙ্গে ভয়াবহ চুড়ির ঘটনা ঘটে। এ সময় ঘরে থাকা স্টিলের আলমারীর তালা ভেঙ্গে ব্যবসার মুলধন ১২ লক্ষ টাকা ও ৭ ভরি স্বর্নালংকার চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় হিরন আনছারী বাদী হয়ে চিলমারী মডেল থানা মামলা দায়ের করে। এরই প্রেক্ষিতে চিলমারী থানা পুলিশ অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করেন।
চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, আসামী আনোয়ারুলকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে তাকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরন করা হয়েছে।

প্রাইভেট ডিটেকটিভ/১৬ ফেব্রুয়ারী ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর