May 30, 2024, 12:40 pm

সংবাদ শিরোনাম
রংপুর সিটির তিন মাথায় নির্মাণ শ্রমিকের মৃত্যু, ইউপি চেয়ারম্যান ও ভবন মালিকের যোগসাজসে গোপনে লাশ দাফন আদমদীঘির ধান শরিয়তপুরে উদ্ধার; গ্রেপ্তার-২ অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৬ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান এলাকা হতে গাঁজা ও বিদেশী পিস্তলসহ কুখ্যাত অস্ত্রধারী মাদক ব্যবসায়ী সাগর’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কায় চালকের মৃত্যু ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে উপকুলের সতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত কুড়িগ্রামে বেবী তরমুজের চাষে তিন মাসে আয় দেড় লাখ টাকা মাঝরাত্রে প্রবাসীর ঘরে ঢুকে স্ত্রীও মা কে ছুরি মেরে পালালো দুর্বৃত্তরা বগুড়ার শিবগঞ্জে জাতীয় অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন: এমদাদুল আহবায়ক রবি সদস্য সচিব গাইবান্ধা প্রেসক্লাব’র কমিটি গঠিত

গোবিন্দগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামী গ্রেফতারের দাবীতে মানববন্ধন

গোবিন্দগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামী গ্রেফতারের দাবীতে মানববন্ধন

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ধর্ষণ মামলার আসামী গ্রেফতারের দাবীতে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশুবাড়ী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ধর্ষণ মামলার আসামী একই ইউনিয়নের মারিয়া সাহেববাড়ী গ্রামের রেজাউল করিমের ছেলে মিজানুর (২৭) ও তার সহযোগীদের গ্রেফতারের দাবীতে রোববার সকাল সাড়ে ১১ টার দিকে উক্ত বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী, অভিভাবক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির উদ্যোগে বিদ্যালয় চত্বরে এক মানববন্ধন কর্মসূচি পালন করেন। উক্ত মানববন্ধনে অপহরণকারী ধর্ষক মিজানুর রহমান ও সহযোগিদের অবিলম্বে গ্রেফতারের দাবী জানিয়ে বক্তব্য রাখেন, বিশুবাড়ী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি কাজী মো: সামিউল ইসলাম, প্রধান শিক্ষক খলিলুর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য লোকমান হাকিম কানু, সহকারী শিক্ষক মোস্তফা কামাল সুমন, মহির উদ্দিন প্রধান, জিল্লুর রহমান সোহেল ও আলহাজ্ব আব্দুর রাজ্জাক প্রমূখ।
উল্লেখ্য, গত ৮ জানুয়ারী সোমবার ওই স্কুলের দশম শ্রেণির ছাত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ছাত্রীর মা কুলছুম বেগম বাদি হয়ে গোবিন্দগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষক মিজানুরসহ ৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

Share Button

     এ জাতীয় আরো খবর