May 20, 2024, 7:07 am

সংবাদ শিরোনাম
শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ১৯,৬০০ কেজি ভারতীয় চিনিসহ ০৩ জন গ্রেফতার উখিয়ায় রোহিঙ্গা শিবিরে অভিযানে ৪ আরসা সদস্য অস্ত্রসহ গ্রেফতার রাজধানীর ডেমরা এলাকা হতে আনুমানিক ছয় কোটি টাকা মূল্যমানের ৮৬০০ লিটার বিদেশী মদসহ ০৩ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ উলিপু‌রে পাঁচ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক কাউনিয়ায় (ব্লাস্ট) এর উদ্দোগে ধর্মীয় সম্প্রীতির উপরে আলোচনা সভা কুড়িগ্রামে ১ টাকায় ১০ টি পরিবেশ বান্ধব পাখা বিক্রি করছে ফুল জৈন্তাপুরে গভীর রাতে পুলিশের অভিযানে ৬১৫ বোতল মদ ৮ কেজী গাঁজা উদ্ধার রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে ০৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ ক্ষেতলালে কলেজ প্রতিষ্ঠাতার মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার্কেল হিসেবে সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানার যোগদান

গোবিন্দগঞ্জে পূর্ব শক্রতার জেরে মারপিট ও বাড়ী ঘর ভাংচুর

আশরাফুল ইসলাম,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের পাখেরা গ্রামে পূর্ব শক্রতার জেরে সন্ত্রাসী কায়দায় মারপিট ও বাড়ী ঘর ভাংচুর করার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।মামলা সুত্রে জানাগেছে, গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের পাখেরা গ্রামের মৃত-মোফাজ্জল হোসেনের পুত্র জামিল হোসেনের সাথে একই ইউনিয়নের পাখেরা গ্রামের মৃত-তছলিম উদ্দিন সরকারের পুত্র আব্দুর রশিদ রাজু (৫০), খাজা মিয়ার পুত্র রফিকুল ইসলাম (২৮), ডিপটি মিয়া (৩২), আব্দুর রশিদের পুত্র মশিউর রহমান (৩০), মৃত-এবারত আলীর পুত্র খাজা মিয়া (৫২), আব্দুস সামাদের পুত্র আজাদুল ইসলাম (৪৬), মামুন মিয়া ভুট্টু (৪২), বাবু মিয়ার পুত্র মধু মিয়া (৩১), ক্রোড়গাছা গ্রামের মৃত-শুকুর উদ্দিনের পুত্র ছামিদুল ইসলাম (৩৬), হামিদুল ইসলাম (৩৪), আবু হোসেনের পুত্র আনারুল ইসলামগণেরা পারিবারিক বিষয়ে জমিজমা নিয়ে বিভিন্ন সময় মারপিট, খুন, জখম, ভয়ভীতি, ফসলাদি কর্তণ, বাড়ী ঘর ভাংচুরের হুমুকি দিতে থাকে এবং জামিলের জ্যাঠাতো ভাই রফিকুল ইসলামের জমির ধান চুরি করিয়া কাটিয়া নেয়। এ ঘটনায় গত ১৫ নভেম্বর থানায় একটি মামলা দায়ের করা হয়। যাহার মামলা নং-২২/৫৬। উক্ত মামলায় জামিল হোসেনকে স্বাক্ষী করা হয়। এ কারণে বিজ্ঞ আদালত থেকে আসামীগণ জামিনে বের হয়ে এসে ওই মামলায় স্বাক্ষী না দেওয়ার জন্য হুমকি দিতে থাকে এবং গত ২৩ নভেম্বর বিকেল সাড়ে ৪ টার দিকে সকল আসামীগণ পূর্ব শক্রতার জেরে যোগসাজস ভাবে বিভিন্ন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে জামিল হোসেনের বসত বাড়ীতে হামলা চালিয়ে প্রায় ১ লক্ষ টাকার ব্যাপক ক্ষতি সাধিত করে। আসামীগণের ভয়ে বাড়ীর মহিলা লোকজনেরা পালিয়ে আতœরক্ষা করে। ওই সময় তার জ্যাঠাতো ভাই রফিকুল ইসলাম ভোলা, ভাগিনা শিমুল বাধা দিলে তাদের উপর দেশীয় অস্ত্রদ্বারা হামলা চালায়। এতে তারা গুরুত্বর আহত হলে স্থানীয় লোকজন ঘটনার স্থল থেকে উদ্ধার করে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করায়। এ বিষয়ে জামিল হোসেন বাদী হয়ে আসামীগণের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছে। যার মামলা নং-৪০, তারিখ ২৫ নভেম্বর ২০১৯।
প্রাইভেট ডিটেকটিভ/২৭ নভেম্বর ২০১৯/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর