May 20, 2024, 6:11 pm

সংবাদ শিরোনাম
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ৩ লক্ষ মানুষের ভাগ্য পরিবর্তনের প্রতিশ্রুতি -বিশিষ্ট সাংবাদিক আতিকের রংপুর খামার মোড়ে প্রবাসীর বাসায় হামলার চেষ্টা, আতংকে ভুক্তভোগী পরিবার ইসলামপুরে যমুনা পাড়ের হত দরিদ্রদের মাঝে বকনা গরু বিতরণ কক্সবাজার র‍্যাব-১৫ অভিযানে ৭ লক্ষ ইয়াবাসহ আটক ৪ ভোটারদের ভোট কেন্দ্রে যাবার সময় বাধা দিলে ৯৯৯ জানালেই নেওয়া হবে ব্যবস্থা শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ১৯,৬০০ কেজি ভারতীয় চিনিসহ ০৩ জন গ্রেফতার উখিয়ায় রোহিঙ্গা শিবিরে অভিযানে ৪ আরসা সদস্য অস্ত্রসহ গ্রেফতার রাজধানীর ডেমরা এলাকা হতে আনুমানিক ছয় কোটি টাকা মূল্যমানের ৮৬০০ লিটার বিদেশী মদসহ ০৩ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ উলিপু‌রে পাঁচ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক কাউনিয়ায় (ব্লাস্ট) এর উদ্দোগে ধর্মীয় সম্প্রীতির উপরে আলোচনা সভা

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসন বহিরাগতদের মনোনয়ন না দেওয়ার দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন

মোস্তাফিজুর রহমান ফিলিপস্ সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে বহিরাগত কাউকে দলীয় মনোনয়ন না দেওয়ার দাবি জানিয়েছেন ফুলছড়ি থানার বিএনপির নেতাকর্মীরা। গতকাল মঙ্গলবার দুপুরে ফুলছড়ি প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।সম্মেলনে লিখিত বক্তব্য দেন, ফুলছড়ি থানার বিএনপির সাবেক সভাপতি আলহাজ তোফায়েল আহম্মেদ। লিখিত বক্তব্যে তিনি জানান, আসন্ন একাদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দিদ্বতা করার জন্য বহিরাগত কিছু ব্যক্তির নাম শোনা যাচ্ছে। তারা অতিথি পাখির মত। ভোটের আগে এলাকায় গিয়ে ভাল ভাল কথা বলেন, উন্নয়ন করতে চান। ভোট গেলে আর তাদেরকে দেখা যায় না। এরমধ্যে আওয়ামী কৃষক লীগের একজন নামকরা নেতাও রয়েছেন। তিনি নিজের দলের মনোনয়ন পাবেন না। তাই বিএনপির দলীয় মনোনয়ন পেতে তিনি বিএনপির নীতি নির্ধারকদের সঙ্গে তদবির করে যাচ্ছেন। তাকে বিএনপির দলীয় মনোনয়ন দিলে দল ক্ষতিগ্রস্থ হবে। নেতাকর্মীরা বিদ্রোহ করবে। দলে বিশৃঙ্খলার সৃষ্টি হবে। তাই বহিরাগত কাউকে দলীয় মনোনয়ন না দেওয়ার দাবি জানান।এক প্রশ্নের জবাবে থানা বিএনপির সাবেক সভাপতি তোফায়েল আহম্মেদ বলেন, এই আসনে ১৯৭৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত দশটি নির্বাচনে দুইবার বিএনপি জয়ী হয়। এরমধ্যে ১৯৭৯ সালে ১৮ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির রোস্তম আলী মোল্লা এবং ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির মতিউর রহমান টুকু (পরে তিনি মারা যান) সাংসদ নির্বাচিত হয়েছিলেন। এই আসনে ২০১৪ সালে সরকারবিরোধী আন্দোলনে সারাদেশের মধ্যে গাইবান্ধা সফল হয়। তখন থেকে এখানে বিএনপি ক্রমেই সক্রিয় ও সুসংগঠিত হচ্ছে। বিগত সময়ে নেতাকর্মীদের মামলা পরিচালনায় সহযোগিতাসহ দলীয় কর্মীদের পাশে থেকে বিভিন্ন কর্মকান্ডে সক্রিয় ভূমিকা পালন করে এমন ত্যাগী যোগ্য প্রার্থী দিলে একাদশ নির্বাচনে বিএনপি ভাল করবে।এসময় উপস্থিত ছিলেন উদাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব ইদুল হোসেন, কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিনুর রহমান ডিপটি, ফুলছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস ছালাম, গজারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুল ইসলাম, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইয়াছিন আলী, বিএনপি নেতা সাজু মিয়া সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/০১ নভেম্বর  ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর