বনানীতে জেএমবির সদস্য সন্দেহে গ্রেফতার ১
ডিটেকটিভ নিউজ ডেস্ক
জঙ্গি গোষ্ঠী ‘নব্য জেএমবি’র সদস্য সন্দেহে ঢাকার বনানী থেকে একজনকে গ্রেফতার করেছে র্যাব। মাহমুদ ওরফে মিশু ওরফে হেলাল নামে ওই যুবক বনানীতে ‘মুসা ইন্টারন্যাশনাল’ নামে একটি ট্রাভেল এজেন্সিতে চাকরি করেন। গত রোববার রাত ৯টার দিকে ওই প্রতিষ্ঠান থেকেই তাকে গ্রেফতার করা হয়ে বলে র্যাব-১১ এর সিনিয়র এএসপি মো. আলেপ উদ্দিন জানান। তার ড্রয়ার থেকে অনেক ধরনের সামরিক প্রশিক্ষণ সংক্রান্ত কাগজ পাওয়া গেছে, বলেন তিনি। নারায়ণগঞ্জের ফতুল্লা থানার একটি মামলার আসামি হেলাল ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির সাবেক ছাত্র বলে জানান র্যাব কর্মকর্তা আলেপ। সে ওই প্রতিষ্ঠানে রিসিপশনিস্ট হিসেবে কাজ করত। পরে মানিকদিতে তার বাসা থেকে উগ্রপন্থি বই উদ্ধারের কথা জানান আলেপ।