January 24, 2025, 3:28 am

সংবাদ শিরোনাম
যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি জনাব নাসির আহমদ শাহিনের পক্ষ থেকে অনূর্ধ্ব ১৪ ক্রিকেট দলের খেলোয়াড় ও অফিসিয়ালদের আপার প্রদান লক্ষ্মীপুর প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন চট্টগ্রামে সাড়ে ৭ লাখ টাকার বিদেশি সিগারেটসহ যুবক গ্রেপ্তার চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা অ্যালাউন্স প্রদানের অসম্মতি আদেশ প্রত্যাহার এবং নিয়োগে বৈষম্য দূরীকরণের দাবিতে বিক্ষোভ দীর্ঘ ১৫ বছর পরে জামায়াতের কর্মী সম্মেলন সফল করতে হিলিতে জামায়াতের মিছিল নীলফামারীতে বিজিবির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ গৌরনদীতে মিথ্যা মামলা থেকে অব্যহতি পেলেন সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির শেরপুরে বিনামূল্যে বিতরণের প্রায় ৯ হাজার বই জব্দ! আটক সাদুল্লাপুরে অপরাধের উর্ধ্বগতি, জনমনে উদ্বেগ

পার্বতীপুরে রেলের রানিং স্টাফের অ্যালাউন্স প্রদানের অসম্মতি আদেশ প্রত্যাহার এবং নিয়োগে বৈষম্য দূরীকরণের দাবিতে বিক্ষোভ

আমজাদ হোসেন, পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধিঃ

রেলের রানিং স্টাফের পার্ট অফ পে রানিং এলাউন্স যোগে পেনশন ও আনুতোষিক প্রদানের অর্থ মন্ত্রণালয়ের অসম্মতির আদেশ প্রত্যাহার, এবং নিয়োগে বৈষম্য দূরীকরণের দাবিতে দিনাজপুরের পার্বতীপুরে রেলের রানিং স্টাফরা বিক্ষোভ সমাবেশ করেছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় পার্বতীপুরের এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদের ব্যানারে বিক্ষোভ সমাবেশে অভিযোগ করে বি এম শহিদুল আলম রানা (এল এম -গ্রেড ১) বলেন – বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকার তাদের অনিয়ম দুর্নীতি রেলের রানিং স্টাফদের ১৬০ বছর ধরে চলতে থাকা রানিং অ্যালাউন্স ২০২১ সালে কিছু ক্ষেত্রে বন্ধ কিছু ক্ষেত্রে খর্ব করে। পরবর্তীতে এ নিয়ে আন্দোলন হলে ২০২৪ সালে মৌখিক আদেশে চালু হয়। কিন্তু অদ্যবধি মন্ত্রণালয় কোন লিখিত আদেশ জারি করেনি। এতে করে তাদের অল্যাউন্স নিয়ে যেকোনো সময় জটিলতা সৃষ্টি হতে পারে। এদিকে ২০২২ সালে যেসব রানিং স্টাফ নিয়োগ দেওয়া হয় তাদের বেতন পেনশন আনুতোষিক সেই কমিয়ে দেওয়া হয়। যা সম্পূর্ণ বৈষম্য। বর্তমান অন্তগতিক সরকার তাদের দাবি জমা পালনের প্রতিশ্রুতি দিলেও প্রতিশ্রুতি পালনের কোন অগ্রগতি নেই।

আগামী ২৭ জানুয়ারির মধ্যে তাদের দাবিদাওয়া মানা না হলে সর্বাত্মক কর্মবিরোধী পালন করা হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর