December 26, 2024, 6:27 pm

সংবাদ শিরোনাম
প্রবাসীকে হয়রানির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে বেনাপোল স্থলবন্দর হ্যাল্ডিং শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনে নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ঝিকরগাছা উপজেলায় যুব অধিকার পরিষদের কমিটি ঘোষণা শার্শার উলশী ইউনিয়ন ভিত্তিক ৬ষ্ঠ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত ১১ বছর পর দেশে ফিরলেন যুক্তরাজ্য বিএনপির আইন সম্পাদক লিয়াকত সাজাভোগের শেষে ভারত থেকে দেশে ফিরলো ২৬ বাংলাদেশি পুরুষ -নারী বেনাপোল থেকে শুভ উদ্বোধন হলো রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের নবজাতককে পাওয়া গেল রাস্তার পাশে ঢাকা সিটির সাংবাদিকদের নিয়প আলোচনা সভা গৌরনদী মডেল থানায় বরিশাল জেলার বিদায়ী পুলিশ সুপারকে বিদায়ী সংবর্ধনা

চট্টগ্রামের দৈনিক পূর্বকোণ সম্পাদক তসলিম চৌধুরীর মৃত্যু

চট্টগ্রামের দৈনিক পূর্বকোণ সম্পাদক তসলিম চৌধুরীর মৃত্যু

ডিটেকটিভ নিউজ ডেস্ক              

 

চট্টগ্রামের দৈনিক পূর্বকোণের সম্পাদক স্থপতি তসলিম উদ্দিন চৌধুরী মারা গেছেন। গতকাল বুধবার সকাল পৌনে ৭টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। দৈনিক পূর্বকোণের বার্তা সম্পাদক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সরওয়ার জানান, দীর্ঘদিন ধরে তসলিম উদ্দিন চৌধুরী পাকস্থলির ক্যানসারে ভুগছিলেন। বেশি অসুস্থ হয়ে পড়লে সম্প্রতি উনাকে ঢাকায় একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। গতকাল বুধবার এশার পর চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ সরকারি স্কুল মাঠে তসলিম উদ্দিন চৌধুরীর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে তিনি জানান। জানাজা শেষে চট্টগ্রামের রাউজানের হাজীপাড়ায় পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে। চট্টগ্রামের ঐতিহ্যবাহী দৈনিক পূর্বকোণে তিনি দীর্ঘদিন ধরে সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তসলিম চৌধুরীর মৃত্যুতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সরওয়ার ও সাধারণ সম্পাদক শুকলাল দাশ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, চট্টগ্রাম সাংবাদিক কোঅপারেটিভ হাউজিং সোসাইটির চেয়ারম্যান স্বপন মল্লিক ও সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস বিবৃতিতে গভীর শোক জানিয়েছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর