December 26, 2024, 5:13 pm

সংবাদ শিরোনাম
শার্শার উলশী ইউনিয়ন ভিত্তিক ৬ষ্ঠ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত ১১ বছর পর দেশে ফিরলেন যুক্তরাজ্য বিএনপির আইন সম্পাদক লিয়াকত সাজাভোগের শেষে ভারত থেকে দেশে ফিরলো ২৬ বাংলাদেশি পুরুষ -নারী বেনাপোল থেকে শুভ উদ্বোধন হলো রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের নবজাতককে পাওয়া গেল রাস্তার পাশে ঢাকা সিটির সাংবাদিকদের নিয়প আলোচনা সভা গৌরনদী মডেল থানায় বরিশাল জেলার বিদায়ী পুলিশ সুপারকে বিদায়ী সংবর্ধনা জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে অসামাজিক কাজে জরিত থাকার অভিযোগে নারী সহ আটক-৩। টঙ্গি ইজতেমার মাঠে হামলার প্রতিবাদ খুনিদের বিচার ও কার্যক্রম নিষিদ্ধের দাবীতে হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সুষ্ঠু নির্বাচনের দাবিতে সুনামগঞ্জে সুজনের স্মারক লিপি

রুজেল আহমদ সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থী নির্বাচনের লক্ষ্যে

সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবওে স্মারক লিপি প্রদান করেছে নাগরিক সংগঠন সুজন-সুশাসনের জন্য নাগরিক সুনামগঞ্জ জেলা কমিটি। স্মারক লিপিতে তারা উল্লেখ করেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাগরিক সংগঠন সুজন-সুশাসনের জন্য নাগরিক বিভিন্নমূখী কার্যক্রম পরিচালনার উদ্যোগ গ্রহণ করেছে। কার্যক্রম সমূহের মধ্যে গুরুত্বপূর্ণ একটি কাজ হলো- নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীগণ কর্তকৃ হলফনামায় প্রদত্ত তথ্যের ভিত্তিতে তথ্যচিত্র তৈরি করা এবং প্রার্থীদের সম্পর্কে জেনে-শুনে-বুঝে সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থীদের নির্বাচিত করার আহ্বানসহ তা ভোটারদের মধ্যে বিতরণ করা। এই কাজটি আমরা সুনামগঞ্জ-০১ নির্বাচনী এলাকাতেও বাস্তবাায়ন করবো। কিন্তু কাজটি সুস¤পন্ন করার পূর্বশর্ত হচ্ছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের হলফনামা ও আয়কর বিবরণী জরুরি ভিত্তিতে হাতে পাওয়া। অভিজ্ঞতায় দেখা গিয়েছে যে, তথ্যচিত্র তৈরির কাজটিতে পর্যাপ্ত সময় পাওয়া যায় না। তাই, আমরা সুজন-এর পক্ষ থেকে দ্রুততার সাথে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সকল প্রার্থীর তথ্যসমূহ পেন ড্রাইভ বা সিডিতে সরবরাহের জন্য আবেদন জানাচ্ছি। প্রয়োজনে তথ্যসমূহ আমরা নিজ খরচে ফটোকপি করে নেব। একইসাথে তথ্যসমূহ অতি দ্রুততার সাথে নির্বাচন কমিশনের ওয়েব সাইটে আপলোড করার জন্যও আমরা আবেদন জানাচ্ছি। ডনর্বাচন কালীন সময়ে তারা তাদের কর্মসূচি সম্পর্কে জেলা প্রশাসককে অবহীত করেন এবং সার্বিক সহযোগিতা চান। কর্মসূচির মধ্যে রয়েছে, সংবাদ সম্মেলন, ভোটারদেও মধ্যে তথ্যচিত্র বিতরণ, জনগণের মুখোমুখি অনুষ্ঠান, সাংস্কৃতিক কর্মখান্ডের মধ্য দিয়ে প্রচারণা, মানববন্ধন ও পদযাত্রা। স্মারক লিপি প্রদান কালে উপস্থিত ছিলেন সুজন-সুশাসনের জন্য নাগরিক সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি এ্যাডভোকেট হোসেন তওফিক চৌধুরী, সাধারণ সম্পাদক আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক আ স ম ফজলুল করিম সাইদ, মো. নুরুল হাসান আতাহের, মো. মাহবুব হোসেন প্রমূখ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২২ নভেম্বর ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর