December 26, 2024, 10:44 pm

সংবাদ শিরোনাম
প্রবাসীকে হয়রানির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে প্রবাসীকে হয়রানির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে বেনাপোল স্থলবন্দর হ্যাল্ডিং শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনে নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ঝিকরগাছা উপজেলায় যুব অধিকার পরিষদের কমিটি ঘোষণা শার্শার উলশী ইউনিয়ন ভিত্তিক ৬ষ্ঠ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত ১১ বছর পর দেশে ফিরলেন যুক্তরাজ্য বিএনপির আইন সম্পাদক লিয়াকত সাজাভোগের শেষে ভারত থেকে দেশে ফিরলো ২৬ বাংলাদেশি পুরুষ -নারী বেনাপোল থেকে শুভ উদ্বোধন হলো রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের নবজাতককে পাওয়া গেল রাস্তার পাশে ঢাকা সিটির সাংবাদিকদের নিয়প আলোচনা সভা

একাদশ জাতীয় নির্বাচনে হাওরের উন্নয়ন ইস্যু ভোটারদের মধ্যে প্রভাব বিস্তার করবে

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হাওর এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা

প্রতিকি ছবি

প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, ফসল রক্ষা বাঁধ নির্মাণ, জলমহালে জেলেদের অধিকার নিশ্চিত, বিদ্যুতায়ন, বেকারত্ব দূরীকরণ, দারিদ্র বিমোচন, সহজ শর্তে কৃষি ঋণ প্রদান, নদী ও খাল খনন, সামাজিক নিরপত্তা ও খাদ্য নিরাপত্তার মতো স্থানীয় উন্নয়ন ইস্যু গুলো ভোটের ময়দানে অন্যতম নিয়ামক হিসেবে কাজ করবে। এছাড়া সন্ত্রাস, দুর্নীতির বিরোদ্ধে কঠোর অবস্থান নেয়ার বিষয়টিও প্রাধান্য পাবে হাওর এলাকার ভোটারদের মধ্যে। পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশমির রেজা বলেন, গোটা হাওর এলাকা চিত্র বাংলাদেশর অন্যান্য জায়গা থেকে ভিন্ন। হাওরের যোগাযোগ ব্যবস্থা এখনো নৌকা নির্ভর। বর্ষকালে হাওরবাসী পানি বন্দী অবস্থায় থাকেন। এসময় মানুষের হাতে কোন কাজ থাকে না। এতো বছর পরও হাওর এলাকায় কৃষিকাজ ও মাছ ধরা ছাড়া বিকল্প কোন কর্মসংস্থান গড়ে ওঠেনি। তাই জেলার হাওর এলাকার আড়াই লাখের উপর যুবক বেকার হয়ে পড়েছে। প্রতিবছর বেকারদের সংখ্যা দ্রুত বাড়ছে। এজন্য হাওরে বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা প্রয়োজন। বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান রনজিত চৌধুরী রাজন বলেন, হাওর এলাকয় উড়াল সড়ক নির্মাণ করে যোগাযোগ বিচ্ছিন্নতা দূর করতে হবে। উড়াল সড়ক নির্মাণ হলে সারা বছর মানুষ সড়ক যোগাযোগ নেট ওয়ার্কের আওতায় আসবে। ফলে বাড়বে পর্যটকদের আগমন। উড়াল সড়ক নির্মাণ করলে হাওরের পরিবেশের উপর তেম কোন প্রভাব পড়বে না। সাধারণ মানুষ এর সুফল ভোগ করবে। তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের কাউকান্দি গ্রামের মশিউর রহমান বলেন, এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে দুর্বল অবকাঠামো। এছাড়া দারিদ্রতার কারণে অনেক শিক্ষার্থী শিশুকালে কর্মসংস্থানে জড়িত হয়। এটি রোধ করতে হবে। শিক্ষার্থীদের টিফিনের ব্যবস্থা করতে হবে। সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর গ্রামের কৃষক জামাল উদ্দিন বলেন, ফসল রক্ষা বাধ নির্মাণে গাফিলতি হলে সারা জেলার মানুষকে এর ফল ভোগ করতে হয়। কোন অবস্থাতেই জেন ফসল রক্ষা বাধ নিয়ে কেউ অনিয়ম দুর্নীতি করতে না পারে সেবিষয়ে খেয়াল রাখতে হবে। ধর্মপাশা উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ রাসেল তালুকদার বলেন, হাওরের মানুষের জীবনমানের উন্নয়নের জন্য বিশেষ প্রকল্প গ্রহণ করতে হবে। সারা দেশের মানুষের আয়রোজগার বাড়লেও হাওরের মানুষের আয়-রোজগার এখনো বাড়েনি। তাই অগ্রাধিকার ভিত্তিতে মানুষের জীবন মান উন্নয়নের জন্য প্রকল্প নিতে হবে। জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল হাদি বলেন, হাওর এলাকায় আবাসিক স্কুল নির্মাণের উদ্যোগ গ্রহণ করতে হবে। তাহলে হাওর এলাকায় শিক্ষিতের হার ও মান সম্মত শিক্ষা নিশ্চিত করা যাবে। তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের পৈন্ডুপ গ্রামের দীপক তালুকদার বলেন, হাওর এলাকায় দুর্গম যোগাযোগ ব্যবস্থার জন্য এখানো অনেক পিছিয়ে রয়েছে। বর্ষাকালে গৃহবন্দী অবস্থা মানুষ বসবাস করে। সর্বাগ্রে হাওর এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করতে হবে। বিশিষ্ট শিক্ষাবিদ ও সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে বলেন, হাওর এলাকর উন্নয়নের জন্য মানুষের চাহিদার ভিত্তিতে দীর্ঘ মেয়াদী প্রকল্প গ্রহণ করতে হবে। তাহলে মানুষের সার্বিক উন্নয়ন হবে। বিচ্ছিন্ন ভাবে উন্নয়ন করলে এগুলো মানুষের কোন কাজে আসবে না।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২২ নভেম্বর ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর