খুলনার নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু
ডিটেকটিভ নিউজ ডেস্ক
খুলনায় নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে মহানগরীর খালিশপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন- মো. সায়েম (২০), রমজান (৩৫) ও নূর-এ আলম (১৮)। তিন শ্রমিকেরই বাড়ি নীলফামারী জেলার উত্তর দেশিবাড়ি গ্রামে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক দিব্যেন্দু সরকার বলেন, একটি নির্মাণাধীন ভবন থেকে তারা পড়ে গিয়ে মাথায় আঘাত পান। হাসপাতালে আনার আগেই তিন শ্রমিকের মৃত্যু হয়। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শ্রমিকরা জানান, ভবনে নির্মাণকাজ চলাকালীন অসর্তকতাবশত তিন শ্রমিক নিচে পড়ে যান। গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।