আবু বক্কর সিদ্দিক গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৫৩ হাজার ৪’শ টাকা মূল্যের ১’শ
৭৮টি ইয়াবা ট্যাবলেটসহ শাকিল মিঞা (১৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।থানা সূত্রে জানা যায়, বুধবার ভোরে থানার এসআই গোলাম মোস্তফা, এসআই মামুনুর রশীদ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালান। এতে উপজেলার তারাপুর ইউনিয়নের চাচীয়া মীরগঞ্জ গ্রামের মোন্তাজ আলীর পুত্র রওশন আলমের বসতঃবাড়ি থেকে শাকিল মিঞাকে গ্রেফতার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক রওশন আলম (৩২), একই গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র রিয়াজুল হক (৩০) ও আনোয়ার হোসেনের পুত্র শামীম মিঞা (২৮) পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ- এসএম আব্দুস সোবহান জানান, এব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে গ্রেফতারকৃত আসামীকে আদালতে পাঠানো হয়েছে। এ মামলার অন্যান্য ৩ আসামীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া, বিজ্ঞ আদালতের গ্রেফতারী পরোয়ানা মূলে আরো ২ আসামীকে গ্রেফতার পূর্বক আদালতে পাঠানো হয়েছে।
প্রাইভেট ডিটেকটিভ/২১ নভেম্বর ২০১৮/ইকবাল