ডিটেকটিভ নিউজ ডেস্ক
দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ১০ ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ১৩২ বোতল ফেনসিডিল, নেশা জাতীয় ইঞ্জেকশন ১৮ পিস, ইয়াবা ১০ পিস ও ৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। দিনাজপুর পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের (কন্ট্রোল রুম) দায়িত্বরত সদস্য মো. ফেরদৌস আহমেদ জানান, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পৃথক ৮টি মামলা করা হয়েছে। দুপুরের মধ্যে তাদের আদালতে পাঠানো হবে। একই অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত বিভিন্ন মামলার পলাতক ২২ জন আসামিকে গ্রেফতার করা হয় বলে তিনি জানান।