নীলফামারীতে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
ডিটেকটিভ নিউজ ডেস্ক
নীলফামারীতে রূপনা আক্তার দুলালী (২৯) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে নীলফামারী জেলা শহরের প্রতিভাপাড়ার নিজ বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। রূপনা আক্তার দুলালী সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা অফিসের সহকারী কর্মকর্তা ছিলেন। তিনি প্রতিভাপাড়ার ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের গণিতের শিক্ষক জাহিদুল ইসলামের স্ত্রী। নীলফামারী সদর থানার ওসি বাবুল আকতার জানান, স্ত্রীর আত্মহত্যার ঘটনার পর স্বামী জাহিদুল ইসলাম তার বড় ছেলে জিসান নিখোঁজ রয়েছেন। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।