সাভারে চাচি–ভাতিজিকে ধর্ষণের মামলায় গ্রেফতার ৩
ডিটেকটিভ নিউজ ডেস্ক
ঢাকার সাভারে চাচি ও ভাতিজিকে ধর্ষণের মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষিতরা বাদী হয়ে গত শুক্রবার সাভার মডেল থানায় মামলা দায়েরের পর তাদের গ্রেফতার করা হয় বলে ওসি মোহসিনুল কাদির জানান। গ্রেফতাররা হলেন– সাভারের ইমান্দিপুর মহল্লার ইসমাইল (৩৮), রাজশাহী জেলার রাজপাড়া থানার লক্ষ্মীপুর ভাটাপাড়া গ্রামের কালু ওরফে সুমন (৩৫) এবং রংপুরের মিঠাপুকুর থানার রাধা কৃপুর গ্রামের মো. জোউল (৩৫)। এই মামলার অপর আসামি সাভারের ইমান্দিপুর মহল্লার জাহিদকে (৫০) ধরার চেষ্টা চলছে বলে ওসি জানিয়েছেন। মামলার বরাত দিয়ে ওসি জানান, ১৪ বছর বয়সী কিশোরীকে চাকরি দেওয়ার কথা বলে পূর্ব পরিচিত রেজাউল গত ১৫ অক্টোবর সাভার পৌর এলাকার তালবাগের ভাড়া বাসা থেকে তাকে ইমান্দিপুরের পশ্চিমপাড়ার একটি বাসায় নিয়ে যায়। ওই বাসায় তাকে চার দিন রেখে একটি পোশাক কারখানায় চাকরি দেয়। এরইমধ্যে বিভিন্ন লোক এনে ওই কিশোরীকে দেখিয়ে নিয়ে যায় রেজাউল। গত ২৫ অক্টোবর রাত আনুমানিক ১০টার দিকে কালু, ইসমাইল ও জাহিদ ওই বাসায় এসে কিশোরীকে মুখ বেধে ধর্ষণ করে ফেলে রেখে যায়। পরদিন ওই কিশোরী মজিদপুরে ২৪ বছর বয়সী তার চাচির কাছে বিষয়টি জানালে তিনি তাকে বলেন, ইসমাইল তাকেও তার ভাড়া বাসার ছাদে নিয়ে ধর্ষণ করেছে। ধর্ষকদের হুমকির কারণে বিষয়টি চেপে গিয়েছিল তারা ওই কিশোরীর এক সহকর্মীর স্বজনের সহায়তায় তারা এদিন থানায় মামলা করতে আসেন।